৫৮ বছর বয়সী ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা, যা বললেন সাবেক প্রেমিক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২২, ০৫:৪৬ পিএম


৫৮ বছর বয়সী ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা, যা বললেন সাবেক প্রেমিক

প্রেম একবার নয়, বারবার এসেছে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনে। সালমান খানের মতো তিনিও বিয়ে করেননি। তবে একের পর এক প্রেমে জড়িয়ে আলোচনায় থেকেছেন সর্বদা।

এবার ভারতের ধনাঢ্য ব্যবসায়ীর প্রেমে মজলেন সুস্মিতা। তার নাম ললিত কুমার মোদী। তিনি আইপিএলের সাবেক চেয়ারম্যান। ৫৮ বছর বয়সী ললিতের সঙ্গে সুস্মিতার সম্পর্কের বিষয়টি গোটা ভারতে এখন আলোচনার কেন্দ্রে। তাদের বিভিন্ন ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

ললিতের আগে সুস্মিতার সম্পর্ক ছিল রোহমান শোলের সঙ্গে। যিনি সুস্মিতার চেয়ে ১৫ বছরের ছোট। ওই তরুণের সঙ্গে গেল বছরের ডিসেম্বরে ব্রেকআপ করেন অভিনেত্রী। দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানেন তারা।

এদিকে সুস্মিতার নতুন প্রেমের খবরে সাবেক প্রেমিক রোহমানের প্রতিক্রিয়া কী? সেটাও উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। রোহমান বলেছেন, ‘তাদের এখন সুখে থাকতে দিন। ভালোবাসা সবসময়ই সুন্দর। আমি শুধু এতটুকুই জানি, সে যখন কাউকে পছন্দ করেছে, অবশ্যই তিনি তাকে পাওয়ার যোগ্য।’

বৃহস্পতিবার (১৪ জুলাই) মাইক্রোব্লগিং সাইট টুইটারে সুস্মিতা সেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন ললিত মোদী। দু’জনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে, আর অর্ধাঙ্গী সুস্মিতাকে নিয়ে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার…স্বপ্নের দেশে আছি।’

মুহূর্তের মধ্যেই তাদের বিয়ে নিয়ে হৈচৈ শুরু হয়ে যায়। এরপর ললিত মোদী লেখেন, ‘বিয়ে নয়, প্রেমের সম্পর্কে রয়েছি। তবে একদিন বিয়ের বাঁধনেও বাঁধা পড়বো।’

প্রসঙ্গত, রোহমানের সঙ্গেও বসবাস করতেন সুস্মিতা। তাদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। এমনকি তারা বিয়ে করবেন, এমন পরিকল্পনাও ছিল। কিন্তু সবই ভেস্তে গেলো বিচ্ছেদে। আপাতত ব্যবসায়ী ললিতের সঙ্গে সুস্মিতার বসবাস।

কেআই

Link copied