টাইগার-দিশার ছয় বছরের সম্পর্কের ইতি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৭ জুলাই ২০২২, ০৪:২৮ পিএম


টাইগার-দিশার ছয় বছরের সম্পর্কের ইতি

বহুদিন ধরে বলিউডে আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। বলিপাড়ার অন্যতম আদর্শ প্রেমিক জুটিও তারা। দীর্ঘ ছয় বছরের চর্চিত এই জুটি ভেঙে গেল! বলিপাড়ায় ভাসছে সে খবর।

মুম্বাইয়ের সংবাদ সংস্থা সূত্রে দাবি, টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবর জানিয়েছে। তবে এখনও পর্যন্ত নায়ক-নায়িকা নিজেরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

নিজেদের সম্পর্ককে সবসময়ই প্রচারের আলোর আড়ালে রাখতে চেয়েছেন টাইগার ও দিশা। কখনও বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনও বা রোম্যান্টিক ‘ডিনার-ডেট’-এ ফ্রেমবন্দি হয়েছেন যুগলে। কিন্তু সম্পর্ক নিয়ে বরাবরই ছিল মুখে কুলুপ।

টাইগারের বাড়িতে যে দিশার নিত্য আনাগোনা ছিল, তা বলিপাড়ায় সকলেরই জানা। তা হলে হঠাৎ কী এমন ঘটল যে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা? অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, সে তথ্য কারও জানা নেই। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাও করেননি জ্যাকি-পুত্র।

বর্তমানে দিশা ব্যস্ত তার নতুন সিনেমা ‘এক ভিলেন’-এর প্রচারে। অন্যদিকে টাইগার শ্রফ লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

সূত্র: এবিপি

Link copied