১৮ কেজি ওজন ঝরিয়ে ফেললেন রণদ্বীপ হুদা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫০ এএম


১৮ কেজি ওজন ঝরিয়ে ফেললেন রণদ্বীপ হুদা

ছবির জন্য ১৮ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন রণদ্বীপ হুদা। বলিউডের পরবর্তী বায়োপিক ‘স্বতন্ত্র বীর সাভরকর’ এর মুক্তিযোদ্ধা বীর বিনায়ক দামোদর সাভরকরের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমার পর্দায় বাস্তবের সাভারকরকে ফুটিয়ে তুলতেই নিজেকে নতুনভাবে গড়তে ব্যস্ত ‘হাইওয়ে’ অভিনেতা।

কী করে পারলেন এই অসম্ভবকে সম্ভব করতে?

এক সাক্ষাৎকারে তিনি জানান, কেবল সবল-সুঠাম নন, তিনি যে রীতিমতো ‘ডানপিটে’! জানালেন, এখনও নিয়মিত খেলাধুলা করেন, নিজেকে সহজাত ক্রীড়াবিদ বলে পরিচয় দেন, তাই তার পক্ষে হঠাৎ ওজন কমিয়ে ফেলা কোনো ব্যাপার নয় বলেই জানান।

অভিনেতার কথায়, ‘আমি আমার জীবনযাত্রা ইচ্ছেমতো বদলে ফেলতে পারি। চেহারা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করি, তার মূল কারণ আমি সহজাতভাবে একজন ক্রীড়াবিদ। আমি মনে করি, শরীর সবসময় সক্রিয় থাকা উচিত। কারণ সেটিই আপনি। আপনার শরীরই এক মাত্র যন্ত্র, যা আপনার মালিক।’

ছোটবেলায় স্কুলে নাটক করতেন। ঘোড়ায় চড়তেন। খেলাধুলা করতেন। আর এখনও তা-ই করছেন বলে জানান ‘স্বতন্ত্র বীর সাভরকর’-এর অভিনেতা। তার কাছে পুরোটাই আনন্দের। সহাস্যে জানান, প্যাশন তার আছে, যেকোনো চরিত্রে খাপ খাইয়ে নেওয়া তার বা হাতের খেল।

সূত্র : আনন্দবাজার

জেডএস

Link copied