এমএমএস বিতর্কে অঞ্জলির পাশে উরফি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৩ এএম


এমএমএস বিতর্কে অঞ্জলির পাশে উরফি

রিয়্যালিটি শো থেকে উঠে এসেছিলেন অঞ্জলি আরোরা। তবে গত কয়েক দিনে তার নাম আরও বেশি ছড়িয়েছে একটি লিক হওয়া ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস ঘিরে। অনেকের দাবি তাকেই দেখা গেছে ওই এমএমএসে।

এ নিয়ে অঞ্জলিকে ঘিরে নানা সমালোচনা শুরু হয়েছে। আর এর মধ্যেই অঞ্জলির পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরেক রিয়্যালিটি শোয়ের তারকা উরফি।

উরফি বলেছেন, মেয়েটি যদি অঞ্জলি হয়ও তা হলেও এ নিয়ে সমালোচনা সাজে না। কারণ নিজের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তিনি নেট মাধ্যমে দেওয়ার জন্য রেকর্ড করেননি। ওই ভিডিও প্রকাশ্যে আসায় নিশ্চয়ই তাকে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

লক আপ নামে একটি রিয়্যালিটি অনুষ্ঠান থেকেই পরিচিতি পান অঞ্জলি।  উরফি অঞ্জলির পাশে দাঁড়িয়ে বলেছেন, এ ভাবে ওকে আক্রমণ করা ঠিক নয়। আমি নিশ্চিত ওকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। 

এনএফ

Link copied