প্রভাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ এএম


প্রভাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা

এ যেন বলিপাড়ার প্রেমের মৌসুম। অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ক্রিকেটার শুভমন গিলের রসায়ন নিয়ে চলছে গুঞ্জন। এর মধ্যেই আরও এক নায়িকার প্রেমে পড়ার খবর নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা প্রভাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নতুন প্রজন্মের নায়িকা কৃতি শ্যানন।

২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবি। এ সিনেমাতেই একসঙ্গে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। ছবির সেটেই নাকি একে অপরকে মন দেওয়া-নেওয়া করেছেন তারা। অবশ্য এ ব্যাপারে এখনো কেউই মুখ খোলেননি।

আরও পড়ুন: রাজামৌলির ছবিতে মুখ্য ভূমিকায় আলিয়া! নায়ক কে?

সূত্রের খবর, ছবির শুটিং চলাকালে কৃতি ও প্রভাসের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। একে অপরের অনেক কাছাকাছি এসেছেন তারা। সেই নমুনা সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’ শো-য়ে দেখেছেন দর্শক। প্রযোজক-পরিচালক করণ জোহরের ওই শোতে মজাদার মুহূর্তে প্রভাসকে ফোন করেছিলেন কৃতি। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই কৃতির ফোন ধরেন প্রভাস। এরপর থেকেই দুজনকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

বলিপাড়ায় নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন কিছু নয়। প্রায়ই নানা প্রেমের গুঞ্জন বাতাসে ভাসে। সম্প্রতি তেমনই গুঞ্জনে ভেসে উঠেছে সারা ও শুভমনের নাম। একটি রেস্তোরাঁয় এক সঙ্গে দেখা গিয়েছিল সারা-শুভমনকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। সারা-শুভমনকে নিয়ে প্রেমের গুঞ্জনের মধ্যেই যেভাবে কৃতি ও প্রভাসের নাম উঠে এলো তা নিয়ে সরগরম বি-টাউন।

এসএসএইচ

Link copied