সত্যিই প্রেগন্যান্ট ছিলেন রাখি সাওয়ান্ত? মিসক্যারেজ হয়েছে?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৩, ০৫:১৮ এএম


সত্যিই প্রেগন্যান্ট ছিলেন রাখি সাওয়ান্ত? মিসক্যারেজ হয়েছে?

গেল কয়েকদিন ধরে নতুন করে খবরের শিরোনাম হচ্ছেন রাখি সাওয়ান্ত। এর কারণ হলো তার বিয়ের খবর।  

গত বছর মে মাসে রাখি বিয়ে করেছেন বলে খবর ছড়াচ্ছে। রাখির বরের নাম আদিল দুরানি।  

এরই মাঝে এ খবরও ছড়ায় যে, মা হতে যাচ্ছেন রাখি। সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী? সম্প্রতি এএনআইকে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে এ খবর অস্বীকারও করেননি রাখি। সেখান থেকেই শুরু হয়েছিল নতুন জল্পনা। 

পাশাপাশি বিগ বস মারাঠীতে কী এমন হয়েছিল, তা নিয়েও জল্পনা শুরু হয়। বুধবার সামনে এলো নতুন তথ্য। জানা যায় যে, অন্তঃসত্ত্বা ছিলেন রাখি, বিগ বস মারাঠীতে মা হওয়ার খবর ঘোষণা করার পরিকল্পনাও ছিল। কিন্তু এর মাঝেই ঘটে দুর্ঘটনা। গর্ভপাত হয় রাখির। মিসক্যারেজের সেই ঘটনায় ভেঙে পড়েছিলেন। তবে এ ঘটনা প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় রাখি ও তার স্বামী আদিল দাবি করেন যে, এ ঘটনা মোটেও সত্যি নয়। 
 
এনএফ

Link copied