মধ্যরাতেও দেখা যাবে ‘পাঠান’, চালু হচ্ছে শো

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৩, ০৩:২৫ পিএম


মধ্যরাতেও দেখা যাবে ‘পাঠান’, চালু হচ্ছে শো

শেষ কবে বলিউডের ছবি ঘিরে এমন উন্মাদনা দেখা গেছে তা হয়তো অনেকেই ভুলে গেছে। করোনা মহামারিতে ওটিটির দাপটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে হিন্দি সিনেমা। এরপর বয়কট ট্রেন্ডে তো অনেকটাই নাকাল ছিল বলিউড। অবশেষে ‘পাঠান’-এর কল্যাণে সুদিন ফিরেছে হিন্দি ছবির ভাগ্যে।

বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘পাঠান’। সপ্তাহের মাঝখান, তাতে কী? পাঠানের জোয়ারে চারদিক উৎসব উৎসব রব। অগ্রিম টিকিট বুকিংয়ের সময় চালু করা হয়েছিল সকাল ৬টা ও ৭টার শো। এবার দর্শকের চাহিদা মেটাতে মধ্যরাতেও শো চালুর ভাবনা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের।

জানা গেছে, দর্শকের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১২টায় ‘পাঠান’-এর শো চালু করার সিদ্ধান্ত নিলো ছবির প্রযোজক যশরাজ ফিল্মস। শুধু মুম্বাইয়ে নয় গোটা দেশে মধ্যরাতের শো চালুর ব্যবস্থা করছে ওয়াইআরএফ।

দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে রুপালি পর্দায় ফিরেছেন বলিউড বাদশা। দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা দেখে ছবি মুক্তির প্রথম দিনেই পর্দার সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় গোটা দেশের একাধিক সিনেমা হল কর্তৃপক্ষ। ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ৫২০০টি পর্দায় ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। বুধবার প্রথম শোয়ের পরে আরও ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। সারা ভারতে আপাতত মোট ৫৫০০টি পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। বিদেশে এই সংখ্যাটা ২৫০০। বিশ্বজুড়ে মোট ৮০০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে বাদশার প্রত্যাবর্তন।

‘পাঠান’-এর হাত ধরেই ফের তালা খুলছে বন্ধ হয়ে যাওয়া ভারতের ২৫টি সিঙ্গেল স্ক্রিন। উন্মাদনা এতটাই চরমে যে, ৫ বছর পর গেইটি-গ্যালাক্সি দু’জায়গাতেই ‘পাঠান’ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেক্ষাগৃহ মালিক মনোজ দেশাই। প্রথমদিনের ব্যবসায় এই ছবি ‘বাহুবলি ২’কেও পেছনে ফেলে দিয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, আজ (বৃহস্পতিবার) রেকর্ড ব্যবসা করবে ছবিটি।

টাইমলাইন

Link copied