ফিরে আসা নাকি অবস্থানের জানান? যা বললেন শাহরুখ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৫৩ পিএম


ফিরে আসা নাকি অবস্থানের জানান? যা বললেন শাহরুখ

নতুন বছরের শুরুতেই বিনোদন জগতে ‘পাঠান’-এর চমক। বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে এ ছবি। পর্দায় ফিরেই একের পর এক রেকর্ড গড়ছেন বলিউড বাদশা শাহরুখ খান। পাচ্ছেন প্রচুর প্রশংসা। চারদিকে ধ্বনি উঠেছে ‘কিং ইজ ব্যাক’।

কিন্তু ‘কামব্যাক’ কথাটি বোধ হয় মানতে নারাজ শাখরুখ। কারণ তিনি যে এখানেই ছিলেন, কোথাও যাননি। তাহলে কামব্যাক কেন!

‘পাঠান’ ছবির প্রচার করেননি তিনি। ‘ওয়ার্ড অব মাউথ’ (মুখে মুখে প্রচার) ছিল এক মাত্র ভরসা। তবু এলো সাফল্য। এরপরই টুইট করলেন বাদশাহ।

টুইটে ১৯৯৭ সালের হলিউডের ছবি গ্যাচারের প্রসঙ্গ টেনেছেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘সাঁতরে ফিরে আসার জন্য তো কিছু বাঁচিয়ে রাখা যায় না। ফিরে আসার জন্য তো কোনো পরিকল্পনা হতে পারে না। সামনে দিকে এগিয়ে যাওয়াই জীবন। ফিরে আসা বা ‘কামব্যাক’ নয়, বরং চেষ্টা করো যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করার। একজন ৫৭ বছর বয়সী লোকের পক্ষ থেকে ছোট্ট উপদেশ।’

‘পাঠান’ ঘিরে বারবার বলা হয়েছে পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন। তাতেই কি আপত্তি তার? সেই কারণেই কি এসআরকে-এর টুইটে ফিরে ফিরে এসেছে কামব্যাক প্রসঙ্গ! শাহরুখ কি তবে অভিমানের কথা বললেন। না কি জানান দিলেন তিনি এখানেই ছিলেন, যাননি কোথাও। এই জল্পনার উত্তর অবশ্য দিতে পারবেন ‘কিং’ নিজেই।

এসএসএইচ

টাইমলাইন

Link copied