ইমরানের জীবনে নতুন নারী!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩০ এএম


ইমরানের জীবনে নতুন নারী!

বলিউড তারকা ইমরান খানকে মনে আছে? সম্পর্কে আমির খানের ভাগ্নে হলেও তার মিষ্টি হাসিতে এক সময় বুঁদ ছিল সবাই। ক্যারিয়ার শুরু হয়েছিল ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে। যদিও এর পরে কার্যত হারিয়েই যান তিনি। স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গেও যে সম্পর্ক ভেঙেছে তাও তো আর অজানা নয়। 

এখন ইমরান কোথায়? এ প্রশ্ন ছিল দর্শকের মনে। সূত্র বলছে, ইমরানের মন জুড়ে এখন নতুন ব্যস্ততা। দক্ষিণী অভিনেতা লেখা ওয়াশিংটনের সঙ্গে তার প্রেম নিয়ে চলেছে গুঞ্জন। শুধু তাই নয়, ছবিও এসেছে প্রকাশ্যে।

দেখা গেছে, হাতে হাত ধরে তারা ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করছেন। তাকে দেখে উচ্ছ্বসিত সকলেই। আবারও যে নতুনভাবে শুরু করছেন জীবন, তা দেখে খুশি অনুরাগীরা।

প্রসঙ্গত, ইমরান খানের পুরো নাম, ইমরান পাল খান। পাল শুনে অবাক হলেন? ইমরান কিন্তু বাঙালি। তার বাবা বাঙালি হিন্দু। পদবী পাল। আইআইটি বম্বে থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি বিদেশে ইয়াহু কোম্পানিতে কাজ করেন। মা হলেন মুসলিম। পরিচালক নাসির হুসেনের মেয়ে, আর আমির খানের বোন। মামাকে দেখেই জানে তু ইয়া জানে না ছবি দিয়ে ইমরানের ক্যারিয়ার শুরু। এর আগে শিশুশিল্পী হিসেবেও কাজ করেছেন।

ওএফ

Link copied