ভক্তের ‘অন্যরকম’ স্পর্শে অস্বস্তিতে সারা!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম


ভক্তের ‘অন্যরকম’ স্পর্শে অস্বস্তিতে সারা!

জন্মদিন পালন করে জয়পুর থেকে ফিরছিলেন সারা আলি খান। মুম্বাই বিমানবন্দরে নামতেই ভক্তরা ঘিরে ধরল তাকে। কেউ তুলছেন নিজস্বী তো কেউ আবার করছেন করমর্দন। ভক্তদের সবগুলো আবদারই হাসিমুখে মিটিয়ে যাচ্ছিলেন সারা। তবে খানিকটা অস্বস্তিতে পড়লেন যখন একজন একটু ‘অন্যরকম’ পন্থায় স্পর্শ করতে চাইলেন তাকে।

আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত। দেখা যায়, এক মহিলা অনুরাগী হাত বাড়িয়ে দিলেন তার দিকে। সারাও ছুঁয়ে দিলেন তার হাত, কিন্তু তারপরই সেই মহিলা সারাকে অন্যভাবে ছুঁতে চাইলেন। সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। চুলের মধ্যে দিয়ে হাতটা লক্ষ্যভ্রষ্ট হল কিনা, ভালো বোঝা গেল না।

এরপর দুজনেই দুদিকে হেঁটে চলে গেলেন। এই ভিডিও দেখে নানাজনের নানা মত। কেউ মনে করছেন, ‘কানের গয়না ছিনিয়ে নিতে গিয়েছিল মহিলাটি!’ কেউ আবার সারার সহনশীলতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ‘কী সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে, কোনো অহংকার নেই।’

 
 
 
 
 

অমৃতা সিং এবং সাইফ আলি খানের মেয়ে সারা। সম্প্রতি উদয়পুর সফরের ছবি পোস্ট করেছেন তিনি। মা অমৃতার সঙ্গেও পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার গোটা জগৎকে শুভ জন্মদিন। আমার আনন্দ, উল্লাস হওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, আমার সামনে আয়না ধরার জন্য।’

উল্লেখ্য, ২০১৮ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা। এরপর তাকে রণবীর সিংয়ের সহ-অভিনেত্রী হিসেবে দেখা যায় ‘সিম্বা’তে। ইতোমধ্যে শুটিং শেষ করেছেন ‘গ্যাসলাইট’ ও ‘ইয়ে ওয়াতান মেরে ওয়াতান’ ছবিগুলোর।

Link copied