সোনমের স্বাভাবিক সন্তান প্রসবের পেছনে যার অবদান সবচেয়ে বেশি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ এএম


সোনমের স্বাভাবিক সন্তান প্রসবের পেছনে যার অবদান সবচেয়ে বেশি

গত বছরের আগস্টের শেষে পুত্রসন্তানের জন্ম দেন বলিউড তারকা সোনম কাপুর আহুজা। ছেলের জন্মের পর থেকে মাতৃত্বের প্রতিটা মুহূর্তই উপভোগ করছেন অনিল-কন্যা। হাতে কোনো নতুন কাজও সেভাবে নেননি। পুরো সময়টা দিচ্ছেন ছেলে বায়ুকে। 

গত ২০ ফেব্রুয়ারি ছয় মাস বয়স হলো সোনমের ছেলের। একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় ছেলের জন্ম দেন সোনম। অভিনেত্রী সন্তানসম্ভবা হওয়ার পরই নিজের এই ইচ্ছে কথার জানান। বরাবরই স্বাভাবিক পদ্ধতিতে সন্তান প্রসবের পক্ষে অভিনেত্রী। কিন্তু কাজটা খুব সোজা ছিল না। এর পেছনে যার কৃতিত্ব তাকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন, সেখানেই নিজের চিকিৎসকের ভূয়সী প্রশংসা করেন সোনম। লেখেন, আমার মা হওয়ার সমস্ত কৃতিত্ব ডাক্তার নিগম তালিবের। উনি সত্যিই সেরা।

এখনো পর্যন্ত ছেলেকে প্রকাশ্যে আনেননি সোনম ও আনন্দ আহুজা। ছেলের ছয় মাস পূর্ণ হওয়ায় অভিনেত্রী লেখেন, আমার সোনা ছেলে, তোমায় খুব ভালবাসি। তোমার বাবা আর আমি এর থেকে বেশি আর কী চাইতে পারি জীবনে?

ওএফ

Link copied