মাঝরাতে আলিয়ার আদুরে আবদার, কী করলেন রণবীর?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৫ এএম


মাঝরাতে আলিয়ার আদুরে আবদার, কী করলেন রণবীর?

বলিউড তারকা কলকাতায় গিয়েছিলেন ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রচারের জন্য। ইডেন স্টেডিয়ামে গিয়ে সৌরভ গাঙ্গুলির সঙ্গে ক্রিকেট খেলেছেন। এত কিছু করার পর ফিরেছেন মুম্বাইয়ে। তারপর আবার মাঝরাতে স্ত্রী আলিয়া ভাটের আদুরে আবদার। তাও হাসিমুখেই রেখেছেন রণবীর কাপুর।

বিয়ের আগে রণবীরের রঙিন মেজাজ নিয়ে প্রচুর সমালোচনা হতো। তবে আলিয়ার সঙ্গে বিয়ে আর মেয়ে রাহার জন্মের পর রণবীর পাক্কা ‘ফ্যামিলিম্যান’। তাই তো রাত ২টায় যখন আলিয়া একটি ছবি তুলে দেওয়ার আবদার করেছিলেন, হাসিমুখে তা রেখেছেন রণবীর। স্ত্রীর সুন্দর একটি ছবি তুলে দিয়েছেন তিনি।

অন্দরমহলের এ কাহিনী আলিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর তাতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া। সেই ট্রফি নিয়েই একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী। পুরস্কারের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি রাত ২টায় ছবি তুলে দেওয়ার জন্য স্বামীর কথাও বিশেষভাবে উল্লেখ করেন নায়িকা।

ওএফ

Link copied