‘আমি প্রস্তুত তোমরা ছবি তোলো, আমার আপত্তি নেই!’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৪ মার্চ ২০২৩, ০৮:০৩ এএম


‘আমি প্রস্তুত তোমরা ছবি তোলো, আমার আপত্তি নেই!’

একসময়ের বলিউডের জনপ্রিয় নায়িকা জয়া বচ্চন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে বারবার শিরোনামে এসেছেন। যার কারণে বলিউডপাড়ায় এ নিয়ে আলোচনাও হয় প্রচুর। যখন তখন হঠাৎ তার দিকে সাংবাদিক/অনুরাগীদের ক্যামেরা তাক করা পছন্দ করেন না তিনি। এমনকি তাদের কথা শোনাতেও ভুলেন না অমিতাভের স্ত্রী। তবে এবার যা করলেন তাতে বিস্মিত সবাই। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! এক পার্টিতে সাংবাদিকদের হেসে পোজ দিয়ে বললেন, ‘আমি প্রস্তুত তোমরা ছবি তোলো, আমার আপত্তি নেই!’

বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের মুম্বাইতে ছিল পোশাকশিল্পী আবু জানি সন্দীপ খোসলা আয়োজিত সন্ধ্যার এক জমকালো পার্টি। যেখানে হাজির ছিল বলিউডের একটা বড় অংশ। আর সেখানেই হলুদ সালোয়ারে দেখা গেল জয়া বচ্চনকে। হাসি মুখেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পোজ দিয়ে ছবি তোলেন সাংবাদিকদের সঙ্গে। নিজ থেকেই বলে ওঠেন, ‘দেখো আমি কত হাসি।’

 
 
 
 
 

অভিষেকের মার এমন রূপ দেখে হতবাক নেটিজেনরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখলেন, ‘মেজাজ ভাল রয়েছে’, কেউ লিখলেন, ‘আসলে নিজের ছবি আসতে চলেছে, তাই তো হাসিমুখে ছবি তুলছে।’

খুব শিগগিরই জয়া বচ্চনকে দেখা যাবে করণ জোহর প্রযোজিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমাতে। আর এ সিনেমার মাধ্যমেই বেশ লম্বা সময়ের পর ফের বড় পর্দায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

এফকে

Link copied