প্রি অস্কার পার্টিতে নীল প্যান্টস্যুটে জ্যাকুলিন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ মার্চ ২০২৩, ১২:১২ পিএম


অস্কারের জন্য মনোনীত ‘টেল ইট লাইক অ্যা উইম্যান’ সিনেমার টিমের সঙ্গে নৈশভোজের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে জ্যাকুলিন লিখেছেন, অস্কারের আগে ডিনার টিম ‘টেল ইট লাইক অ্যা উইম্যান’ এবং আরও কিছু সুন্দর মানুষদের সঙ্গে।

ছবিতে নীল রঙের ব্রালেট টপের সঙ্গে কো-অর্ড সেটে দেখা গেছে তাকে। চুল খোলা, ভারি মেকআপ ও হাতে লাল রঙের হ্যান্ডব্যাগ।

‘টেল ইট লাইক অ্যা উইম্যান’ টিমের সঙ্গে রয়েছেন অ্যানা ওয়াটানাবে, মীরা সোরভিনো, ক্রিস্টোফার ব্যাকাসসহ আরও অনেকে।

ছবিগুলো পোস্ট করার পরই ভক্তরা কমেন্ট সেকশনে বিভিন্ন প্রতিক্রিয়া ও ভালোবাসা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ‘টেল ইট লাইক অ্যা উইম্যান’ গানটি সম্প্রতি ‘সেরা অরিজিনাল সং’ ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে।

এফকে

Link copied