বিয়ের তিন বছর পর খুশির খবর দেবেন বরুণ-নাতাশা!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ এপ্রিল ২০২৩, ০৬:৩৩ এএম


বিয়ের তিন বছর পর খুশির খবর দেবেন বরুণ-নাতাশা!

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান স্ত্রী নাতাশাকে নিয়ে মুম্বাইয়ে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যেতে দেখা গেছে। সেখান থেকে বেরোনোর সময় অভিনেতাকে সস্ত্রীক ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। তারপর থেকেই গুঞ্জন, খুব শিগগিরই খুশির খবর আসতে চলেছে ধাওয়ান পরিবারে। বাবা হতে চলেছেন বরুণ!

গত বছর ‘বিগ বস ১৬’-র মঞ্চে ছবির প্রচারের গেলে সঞ্চালক সালমান খান বরুণের হাতে একটি খেলনা তুলে দেন, তখন থেকেই জল্পনা শুরু। সালমান উল্লেখ করেছিলেন, এটা বাচ্চার জন্য। তখন থেকেই খানিকটা ইঙ্গিত মিলেছিল।

২০২১ সালের জানুয়ারিতে পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাধেন বরুণ। তাদের সুখী দাম্পত্যে কি শিগগিরই আসছে নতুন মোড়? বলিউডে একের পর এক তারকাশিশুর আগমনের মাঝে বরুণের বাবা হতে চলার খবরও এখনই উদযাপন করতে চাইছেন অনুরাগীরা। তবে কুলুপ এঁটেছেন তারকা।

সাধারণত বলি তারকাদের সম্পর্ক থেকে শুরু করে বিয়ে— সবটাই আড়ালে রাখার চেষ্টা করা হয়। তাই আগে থেকে কেউই প্রকাশ্যে মুখ খুলতে চান না। যদিও বরুণের জীবনের এই সুখবর শুনতে উৎসুক তার অনুরাগীরা।

ওএফ

Link copied