হুঁশ নেই সানি লিওনের! (ভিডিও)

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল ২০২৩, ০৭:৩৭ এএম


হুঁশ নেই সানি লিওনের! (ভিডিও)

ফ্যাশন দেখাতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ জিনিস হারাতে বসেছিলেন সানি লিওন। দুবাইয়ে একটি ফ্যাশন শোয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটান এই ঘটনা।

পরনে গ্লিটার সাদা রঙের পোশাক, হাই থাই স্লিট পোশাকে দারুণ লাগছিল সানিকে। একসঙ্গে অনেক জিনিস হাতে করে বহন করছিলেন তিনি। ব্যাগ ছিল সঙ্গে। ভুলবশতই হাত থেকে ফেলে দিলেন একটি জিনিস। আর তাতেই সানিকে অন্যমনস্ক বলছেন বেশিরভাগ।

দরজা দিয়ে ঢুকতে গিয়েই নিজের জরুরি কার্ড ফেলে দিলেন মাটিতে। কিন্তু সেটা বুঝতেও পারলেন না। পাশের ব্যক্তি যদি কার্ড তুলে না দিতেন, তাহলে খেয়ালেও আসত না সানির।

নিজের মতোই গেট দিয়ে ঢুকে আসছিলেন তিনি। সানিকে ক্রেডিট কার্ড তুলে দেওয়া ব্যক্তিকে ধন্যবাদ দিলেন অনেকেই।

 
 
 
 
 

উল্লেখ্য, ক্যামেরা লক্ষ্য করতে গিয়েই এই কাণ্ড ঘটান সানি। শুধু তাই নয়, তার এই বে আক্কেলে ভাব দেখে হেসে যাচ্ছেন স্বামী ড্যানিয়েলও। সকলের প্রশ্ন একটাই, কার্ড হারালে কী হতো? আবার কেউ বলছেন…পাশের লোকটি বুঝতেই পেরেছিলেন যে উনি কার্ডটা ফেলবেন।

ওএফ

Link copied