বাংলাদেশে মুক্তি ১২ মে, দর্শকদের মাঝে সাড়া ফেলেছে ‘পাঠান’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ মে ২০২৩, ০৭:৪১ এএম


বাংলাদেশে মুক্তি ১২ মে, দর্শকদের মাঝে সাড়া ফেলেছে ‘পাঠান’

মুক্তির পাওয়ার খুব কম সময়ের মধ্যে দর্শকপ্রিয়তায় নজির স্থাপনকারী ভারতীয় চলচ্চিত্র ‘পাঠান’ এবার বাংলাদেশে মুক্তি পেতে চলেছে। আগামী ১২ মে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি। দেশের ৪১টি প্রেক্ষাগৃহে দেখানো হবে দর্শকপ্রিয় এই ছবিটি।

ঈদের সময়েই দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কূটনৈতিক জটিলতার কারণে আটকে ছিল এই ছবির মুক্তি। এবার সেই অপেক্ষা অবসান ঘটতে চলেছে।

প্রায় ৫২ বছর পর বাংলাদেশে কোনো হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। অতীতে দেশে তিনটি হিন্দি ছবি রিলিজ করলেও ২০১৫ সাল থেকে কোনো হিন্দি ছবি মুক্তি পাচ্ছিল না। ‘পাঠান’ সেই প্রথা ভেঙে নজির গড়তে চলেছে। 

যশরাজ ফিল্মস্‌ এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা বলেন, ‘সিনেমা সব সময় দেশ, সংস্কৃতি এবং জাতিগত দূরত্ব কমিয়েছে। সীমানার বেড়াজাল পেরিয়ে মানুষকে মুগ্ধ করেছে। বাংলাদেশের প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আমরা। অনেক ধন্যবাদ। বাংলাদেশে শাহরুখ খানের একটা বড়সংখ্যক অনুরাগী রয়েছে।’

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বলেন, ‘ভারতীয় সরকারি অনুমতি নিয়ে এই প্রথম কোনো ভারতীয় হিন্দি ছবি বাংলাদেশের মানুষ প্রেক্ষাগৃহে বসে দেখবেন। ইতোমধ্যেই দারুণ সাড়া পাচ্ছি। মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।’ 

তিনি আরও জানান, মুক্তির এত দিন পর বাংলাদেশের দর্শকের মাঝে ‘পাঠান’ এতটা সাড়া ফেলবে, তা কল্পনা করতে পারেনি।

এখনো পর্যন্ত অগ্রিম বুকিংয়েই প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। খুব বেশি টিকিট পড়ে নেই আর। মামুন বলেন, নিজস্ব সার্ভারের আওতায় ‘পাঠান’ মুক্তি দেওয়া হচ্ছে। ই-টিকেটিং দ্বারা সহজেই বোঝা যাবে কত টাকা আয় করতে পারবে এই ছবি। বাংলাদেশে আরও বেশি সংখ্যক হলে এই ছবি মুক্তি পাওয়ায় অনুরোধ জানিয়েছেন হলমালিকরা, তবে প্রযুক্তিগত কিছু কারণে ৪১টির বেশি প্রেক্ষাগৃহে এখনই মুক্তি সম্ভব নয়।

এমএ

Link copied