ভক্তদের দুঃসংবাদ দিলেন ভাইজান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৯ মে ২০২৩, ০৪:৩৫ এএম


ভক্তদের দুঃসংবাদ দিলেন ভাইজান

‘টাইগার ৩’-এর শুটিংয়ের মাঝে গুরুতর আহত সালমান খান। ছবি শেয়ার করে নিজেই ভক্তদের দুঃসংবাদ দিলেন ভাইজান। এমন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই অনুরাগীদের কপালে ভাঁজ। ঠিক কী হয়েছে?

প্রসঙ্গত, গত শনিবারই কলকাতায় শো করে গিয়েছেন সালমান। ফিরে চলতি সপ্তাহেই মুম্বাইতে ‘টাইগার ৩’-র শুটিংয়ের পরিকল্পনা ছিল। যেখানে ভাইজানের সঙ্গে বিশেষ দৃশ্যের শুটিং করার কথা শাহরুখ খানের। ইতোমধ্যেই ম্যাড আইল্যান্ডে শুটিং শুরু হয়ে গেছে। আর এসবের মাঝেই ঘটল অঘটন! শরীরচর্চা করতে গিয়ে কাঁধে চোট পেলেন ভাইজান।

বৃহস্পতিবার বিকেলে সালমান নিজের ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, তা দেখে শোরগোল পড়ে গেছে। সেখানেই দেখা গেল, খালি গায়ে ক্যামেরার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ভাইজান। তবে নজর কাড়ল অভিনেতার কাঁধের টেপ। সাধারণত, চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এ ধরনের টেপ ব্যবহার করা হয়।

 
 
 
 
 

সূত্রের খবর, ম্যাড আইল্যান্ডে শুট করতে গিয়েই বিপত্তি ঘটে। কাঁধে চোট পান সালমান। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। তবে চিন্তার রেশ কাটেনি ভাইজান-ভক্তদের। বলিউড সুপারস্টারের পোস্টের কমেন্ট বক্সে উঁকি দিয়েই তা বেশ বোঝা গেল। কেউ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। আবার কারও মন্তব্য, “আহত বাঘ সবথেকে বেশি ভয়ঙ্কর।” সামনের নভেম্বরেই মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’।

এসএম

Link copied