বিয়ের আগে অন্তঃসত্ত্বা শুনে নেহাকে ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন বাবা-মা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২০ মে ২০২৩, ০৯:২৫ পিএম


বিয়ের আগে অন্তঃসত্ত্বা শুনে নেহাকে ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন বাবা-মা

সম্পর্কে ছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদী। ২০১৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন। খানিকটা তড়িঘড়ি করে বিয়ে সারেন তারা। এক রাতের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন নেহা।

নেহা তখন তিন মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ অভিনেত্রীর বিয়ে করার সিদ্ধান্ত, প্রেগন্যান্সির খবর মোটেও ভালোভাবে নেননি নেহার বাবা-মা। রাগের মাথায় তাদের নাকি অভিশাপও দিয়েছিলেন নেহার বাবা-মা। তারপর তাকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। তার মধ্যে মুম্বাই ফিরে বিয়ে করতে হবে বলে জানিয়ে দেন অভিনেত্রীর বাবা-মা।

অভিনেত্রীর কথায়, আমি যখন বাবা-মাকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিই, তখন আমাকে তারা ৭২ ঘণ্টা সময় দেন। তার মধ্যে বিয়ে করতে হবে। তাই আমার কাছে সময় ছিল মোটে আড়াই দিন। এর মধ্যেই মুম্বাই ফিরে বিয়ে করতে হবে।

২০১৮ সালের মে মাসে মুম্বাইয়ের এক গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন অঙ্গদ-নেহা। বিয়ের কয়েক মাস পর কন্যা মেহর ধুপিয়া বেদীর জন্ম হয়। তার বছর কয়েক পর এই দম্পতির একটি পুত্রসন্তান হয়। দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখী সংসার তাদের।

/এসএসএইচ/

Link copied