বিবাহবার্ষিকীতে সানি লিওনকে যা উপহার দিলেন স্বামী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ এপ্রিল ২০২১, ০৮:২৬ পিএম


বিবাহবার্ষিকীতে সানি লিওনকে যা উপহার দিলেন স্বামী

১০ বছর পেরিয়ে গেল সানি লিওন ও ড্যানিয়েলের দাম্পত্য। ১৩ বছরের সম্পর্ক তাদের। বিশেষ এই দিনটি উদযাপনে কমতি রাখলেন না সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। শুধু পোস্ট করে ভালোবাসা জানালেন না৷ উপহার দিলেন হীরার হার।

সানি শুক্রবার (৯ এপ্রিল) একটি ছোট ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সাদা ও সবুজের ডোরাকাটা পোশাক পরা। টান টান করে চুল বাঁধা। ভিডিও জুড়ে গলার হার ঝলমল করছে। তবে হীরার চাইতেও যেন বেশি ঝলমলে সানির মুখ। খুশিতে ডগমগ তিনি।

ক্যাপশনে স্বামীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কেউ ভেবেছিল, কেবল একটি কথোপকথন আমাদের আজ এখানে নিয়ে আসবে? ভালোবাসি তোমায়’।

Dhaka Post

ভিডিওটি পোস্ট করার আগে দম্পতি নিজেদের ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেছেন।

সানি ও ড্যানিয়েলের প্রথম সাক্ষাৎ একটি ক্লাবে। ড্যানিয়েলের দাবি, প্রথম বারেই সানির প্রেমে পড়ে যান তিনি। তবে সানির অনুভূতি তৈরি হয় ধীরে ধীরে। মায়ের মৃত্যুর সময়ে ড্যানিয়েল তার কাঁধ শক্ত করার জন্য একবারের জন্যও সঙ্গ ছাড়েননি। সেই ভালোবাসা আজও হীরার হার হয়ে ঝলমল করছে।

আনন্দবাজার

Link copied