জনপ্রিয়তায় কোহলি, ধোনিদের চ্যালেঞ্জ দেওয়া এই তরুণী কে জানেন?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ এপ্রিল ২০২১, ০৬:৫০ পিএম


জনপ্রিয়তায় কোহলি, ধোনিদের চ্যালেঞ্জ দেওয়া এই তরুণী কে জানেন?

মালতী চাহার

আইপিএলের গ্যালারিতে প্রায় দেখা যায় এক তরুণীকে। সেখান থেকে সামাজিক মাধ্যমে এখন চেনা মুখ তিনি। এই সুন্দরীর নাম মালতী চাহার। যিনি জনপ্রিয়তায় বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিদের চ্যালেঞ্জ দিয়েছেন। 

মালতী চাহার ক্রিকেটার দীপক চাহারের বোন। যিনি আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। ২০১৮ সাল থেকে দলটির খেলা দেখতে মাঠে যান মালতী। ভাইকে সমর্থন করতেই গ্যালারিতে হাজির থাকেন তিনি। 

২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া আর্থ’ হন মালতী চাহার। এরপর ২০১৪ সালে ‘মিস ইন্ডিয়া দিল্লি’ প্রতিযোগিতায় দ্বিতীয় হন। তখন থেকেই মূলত মডেলিং শুরু করেন তিনি। 

Dhaka Post
মালতী চাহার

করোনা পরিস্থিতিতে আপতত খেলা দেখা হচ্ছে না মালতীর। তবে প্রিয় দলের সমর্থনে কোনও কমতি নেই তার। সামাজিক মাধ্যমে সমর্থন করছেন প্রিয় দল চেন্নাই সুপার কিংসকে। সম্প্রতি ম্যাচের আগে একটি ছবি টুইট করেছেন তিনি। যা রীতিমতো ভাইরাল।

উল্লেখ্য, ‘লেটসম্যারি ডট কম’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মালতী চাহার। বর্তমানে তিনি নিয়মিত বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও পাচ্ছেন দক্ষিণী সিনেমার একাধিক প্রস্তাব। জানা যায়, হয়তো শিগগিরই বলিউডেও অভিষেক হতে পারে তার। 

উত্তরপ্রদেশের আগরায় ১৯৯০ সালে জন্ম নেন মালতী চাহার। সেখানে পড়াশোনা শেষ করেন। তার বাবা লোকেন্দ্র সিংহ চাহর বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার এবং মা ফ্লোরেন্স রাবাদা একজন আইনজীবী।

এমআরএম

Link copied