মমতার জয় মানতে পারছেন না কঙ্গনা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ মে ২০২১, ০৪:৪৯ পিএম


মমতার জয় মানতে পারছেন না কঙ্গনা

দেশের কোনও ইস্যুতেই চুপ থাকার মানুষ নন কঙ্গনা রানাউত। তাই তো পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়েও কথা বলতে হলো তার। সেটি নিয়ে টুইটও করলেন। 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ২ মে। বহু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে হয়ে গেল এবারের ভোট গ্রহণ। কিন্তু এত কিছুর পরেও শেষ হাসি হাসলো মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তৃণমূলের জয় মেনে নিতে পারছেন না কঙ্গনা। সেটি জানিয়ে দিয়ে টুইট করেন। তিনি লেখেন, ‘বাংলাদেশ আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী পুরো ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।’

Dhaka Post
মমতা বন্দ্যোপাধ্যায়

ব্যঙ্গ করে বলা হয় কঙ্গনা নিজেই নাকি জ্ঞানের সাগর। ভারতের অর্থনীতি হোক বা নাসার নতুন কোনও মহাকাশ অভিযান সব বিষয়েই তার মতামত দিতেই হবে। কিন্তু সেখানে তার যুক্তির কমতি থাকে সবসময়।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাটট্রিক এই জয়ে তিনি অর্জন করেছেন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা।

এছাড়াও এবারের নির্বাচনে অংশ নেন রেকর্ডসংখ্যক তারকাপ্রার্থী। এরমধ্যে বিজেপির চেয়ে তৃণমূল প্রার্থীদের জয়ে সংখ্যাই বেশি। 

এমআরএম

Link copied