করোনা মোকাবিলায় যা বললেন শিল্পা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৪ মে ২০২১, ১১:২৫ এএম


করোনা মোকাবিলায় যা বললেন শিল্পা

ভারতে করোনার বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত দেশটির জনগণ। দ্বিতীয় ঢেউ আরও ভয়াবহ রূপ নিয়ে হানা দিয়েছে সেখানে। আক্রান্ত ও মৃত্যুর হার যেন পাল্লা দিয়ে বাড়ছে। এমন ক্রান্তিকালে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন শিল্পা শেঠি। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেশের সবার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শিল্পা। তিনি লিখেছেন, ‘এই কঠিন পরিস্থিতি পরিবর্তনে যদি কিছু না করতে পারেন, তাহলে দয়া করে অতিমাত্রায় আতঙ্কিত হবে না। আমরা সবাই আশেপাশের খবর দেখছি, পড়ছি। পরিস্থিতি একেবারেই ধ্বংসাত্মক। এই সকল খবর আমাদের মনের উপর সাংঘাতিক প্রভাব ফেলে।’

Dhaka Post

তিনি আরও লেখেন, ‘তবে এর পরেও কিছু ঘটনা শুনি বা দেখি যা অনেকটাই আশ্বাস জগায়। করোনা রোগীদের জন্যে খাবার, ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে বহু মানুষ। ডাক্তাররা অনলাইনে প্রয়োজনীয় ওষুধ এবং যাবতীয় পরামর্শ দিচ্ছেন। এই সব ঘটনা আমাদের অনেকটাই ভরসা ও মনে আশ্বাস দেয়।’

মহামারির এমন পরিস্থিতিতে একে অন্যের সহায়তায় এগিয়ে আসতে হবে। তাহলেই এই কঠিন সময়কে জয় করা যাবে বলে জানান শিল্পা। তিনি আরও বলেন, ‌‘দীর্ঘ শ্বাস নিন এবং ভারসা রাখুন ভাল কিছু হবে। আমরা একসঙ্গে কাটিয়ে উঠব এই কঠিন সময়। আমরা একসঙ্গে এই রাস্তা হেটে পার করব। সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে চলব আমরা।’

এমআরএম

Link copied