‘দ্য রেপিস্ট'-এর মাধ্যমে ফিরছেন অপর্ণা-কঙ্কনা জুটি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৭ মে ২০২১, ১০:৩৭ পিএম


‘দ্য রেপিস্ট'-এর মাধ্যমে ফিরছেন অপর্ণা-কঙ্কনা জুটি

বড়পর্দায় ফের ফিরছেন অপর্ণা-কঙ্কনা জুটি। এবার হিন্দি সিনেমায়। চলছে শুটিংয়ের তোড়জোড়। অপর্ণা সেন পরিচালিত 'দ্য রেপিস্ট'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কঙ্কনা সেন শর্মা। অর্জুন রামপাল, তন্ময় ধানানিয়াও থাকছেন সিনেমায়।

দিল্লিতে কয়েকদিন আগেই সিনেমাটির শুটিং শেষ করেছেন অর্জুন রামপাল। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি ধন্যবাদ জানিয়েছেন পরিচালক অর্পণা সেনকে। আবারও সামজিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা তৈরি করছেন তিনি।

তার এবারের সিনেমায় বিষয় ধর্ষণ। একটি ধর্ষণকে ঘিরে মানসিক ও সামাজিক যে ভাবনাচিন্তা রয়েছে, সেগুলোই ফুটিয়ে তুলবেন সিনেমায়। ধর্ষণের পর একটি মেয়ে যে মানসিক যন্ত্রণায় ছটফট করেন, সেটিও তুলে ধরবেন। শেষ পর্যন্ত অপরাধীর মুখোশ ফাঁস করতেও দেখা যাবে। একদিকে অপর্ণা সেনের পরিচালনা, অন্যদিকে কঙ্কনার অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন সিনে প্রেমীরা।

আজকাল

Link copied