ইন্ডিয়ান আইডলে ফিরতে চান না মিনি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৯ জুন ২০২১, ১২:০৫ পিএম


ইন্ডিয়ান আইডলে ফিরতে চান না মিনি

ভারতীয় টিভি চ্যানেলগুলো রিয়ালিটি শোয়ের পরিচিত সঞ্চালিকা মিনি মাথুর। ইন্ডিয়ান আইডলের মঞ্চেও সঞ্চালনা করেছেন মিনি। চলতি সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন আদিত্য নারায়ণ। 

মিনি আর কখনও ইন্ডিয়ান আইডলে সঞ্চালক হিসেবে ফিরতে চান না। এ কথা জানিয়ে দিলেন তিনি।

ইন্ডিয়ান আইডল-এর চলতি সিজন এখন বিতর্কের শীর্ষে রয়েছে। সে কারণেই কি আর এই শোয়ের সঙ্গে নিজের নাম জড়াতে চান না মিনি? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

Dhaka Post

ইনস্টাগ্রামে এক অনুসারির উত্তরে মিনি বলেন, ইন্ডিয়ান আইডলের জন্ম দিয়েছি। বড় করে দিয়েছি। এবার উড়তে দেওয়ার সময়। আর দেখাশোনা করতে পারব না।

ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই শোয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন মিনি। ফলে এই শো তাঁর হৃদয়ে রয়েছে। যখন ইন্ডিয়ান আইডল শুরু হয়, তখন এই ধরনের শো কীভাবে হতে পারে, তা নিয়ে কারও কোনও ধারণা ছিল না বলে জানিয়েছিলেন তিনি। সেখান থেকে সাফল্যের পথে তাঁরও অবদান রয়েছে।

মিনি আরও জানান, প্রতিযোগীদের মধ্যে অনেকের বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের কাহিনি তাঁকেও উদ্ধুদ্ধ করেছিল। কিন্তু বর্তমান বিতর্ক নিয়ে তিনি মুখ খোলেননি। তাঁর এই শোয়ে আর না ফেরার সিদ্ধান্তের কারণও স্পষ্ট করেননি মিনি।

টিভি নাইন/এএ

Link copied