বিশেষ চমক নিয়ে আসবে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’

সম্প্রতি প্রকাশ হয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’-এর দ্বিতীয় সিজন। একে কেন্দ্র করে দর্শকদের মধ্যে বহু জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে দর্শকদের প্রত্যাশা পূরণে সফল হয়েছে সিরিজটি।
জানা গেছে, শিগগিরই মনোজ বাজপায়ি, শ্রেয়া ধানওয়াল অভিনীত এই সিরিজের তৃতীয় সিজন প্রকাশ করা হবে। সিরিজটির পরিচালক রাজ এবং ডিকে বলেছেন, তৃতীয় সিজনের প্লট হবে উত্তর-পূর্ব ভারত।
‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর দ্বিতীয় সিজন থেকেই তৃতীয় কিস্তি প্রকাশের আভাস পাওয়া যায়। দ্বিতীয় সিজনের মূল আকর্ষণ ছিলেন সামান্তা আক্কিনেনি। অন্যদিকে তৃতীয় সিজনের মূল আকর্ষণ হবেন বিজয় সেতুপতি। এই সিরিজ ছাড়াও ‘গান্ধী টকস’ নামে বলিউডের একটি সিনেমায় কাজ করছেন তিনি।
মজার বিষয় হলো, দ্বিতীয় সিজনেও বিজয় সেতুপতি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। তখন তিনি সেই প্রস্তাবে রাজি হননি। কিন্তু কিছুদিন আগেই বলেছেন, তৃতীয় সিজনে তিনি নাকি মনের মতো একটি চরিত্র পেয়েছেন। তবে এ বিষয়ে সিরিজটির পরিচালকরা কিছু না জানালেও এর লেখক বলেছেন, এবারের সিজনে অ্যাকশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সুতরাং দর্শকরা আরও একবার রহস্য ও অ্যাকশনধর্মী সিরিজ পেতে যাচ্ছেন।
এইচএকে/এমআরএম