‘অনুষ্ঠানে কখনো খাবার খাই না’

চলছে বিয়ের জমজমাট মৌসুম। সাজসজ্জা, গয়না এবং আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি এই সময়ের অন্যতম প্রধান আকর্ষণ হলো নানা স্বাদের সুস্বাদু খাবার। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ মানেই ভোজনরসিকদের কাছে ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে খাওয়ার মহা-সুযোগ। কিন্তু বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহরের কাছে এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তিনি নাকি আজ পর্যন্ত কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে একবারও খাবার খাননি!
সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে অভিনেত্রী কৃতি খরবন্দা এবং অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলছিলেন করণ জোহর। আলোচনা শুরু হয় মূলত করণ জোহরের এক প্রশ্ন দিয়ে। তিনি কৃতি ও পুলকিতের কাছে জানতে চেয়েছিলেন, তাদের বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী ছিল? মুহূর্ত দেরি না করে এই তারকা দম্পতি উত্তর দেন, ‘ভালো ও সুস্বাদু খাবার।’
এরপরই স্বাভাবিকভাবে বিয়েবাড়ির জমকালো ভোজ নিয়ে কথা চলতে থাকে। যেখানে সাধারণত নিমন্ত্রিতরা ঘুরে ঘুরে অন্তত দু’টি পদ ভালো করে চেখে দেখেন। কিন্তু করণ জোহর নিজের প্রসঙ্গে জানান সম্পূর্ণ বিপরীত কথা।
তিনি বলেন, ‘বিয়ে কিংবা যেকোনো অনুষ্ঠানে আমি কখনো খাবার খাই না। খাবারের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এটা আমার খুব অস্বস্তির কারণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খেতে আমার একেবারেই ভালো লাগে না। তাই আমি কখনও বিয়ে বাড়িতে খাই না।’
উল্লেখ্য, করণ জোহর তার নির্মিত সিনেমাগুলোতে বিয়েকে ভিন্নভাবে উপস্থাপন করেন। তার ছবিতে বিয়ের দৃশ্য মানেই জমকালো রঙিন পোশাক, আবেগঘন মুহূর্ত এবং নাটকীয়তার মিশেল। এমনকি, কিছুদিন আগেই শিল্পপতি রাজু মান্টেনার কন্যা নেত্রা মান্টেনার বিয়ের অনুষ্ঠানে তাকে সঞ্চালনা করতেও দেখা গিয়েছিল।
এমআইকে