মুসলিম সমাজের বিরুদ্ধে যে অভিযোগ করলেন কঙ্গনা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৫ জুলাই ২০২১, ০৬:৩৪ পিএম


মুসলিম সমাজের বিরুদ্ধে যে অভিযোগ করলেন কঙ্গনা

বলিউডে বিশেষ কোনো ঘটনা ঘটবে আর তা নিয়ে কঙ্গনা রানাওয়াত কথা বলবেন না, তা কী হয়! লেজে পা দিয়ে দিয়ে যার তর্কে জড়ানোর অভ্যাস, বিতর্ক তো তার পেছনে লেগে থাকবেই। এই অভিনেত্রী এবার মুখ খুললেন শনিবার (৩ জুলাই) বিয়েবিচ্ছেদের ঘোষণা দেওয়া আমির খান-কিরণ রাওকে কেন্দ্র করে।

আমির-কিরণের বিচ্ছেদ ঘোষণার দুই দিন পর নিজের মন্তব্য প্রকাশ করলেন কঙ্গনা। যেখানে তিনি মুসলিম সমাজের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘একসময় পাঞ্জাবের বেশিরভাগ পরিবারে এক ছেলেকে হিন্দু এবং অন্য জনকে শিখ করার প্রথা ছিল। হিন্দু ও মুসলমান বা শিখ ও মুসলমানদের মধ্যে এ জাতীয় প্রবণতা দেখা যায়নি। আমির খান স্যারের দ্বিতীয় বিবাহবিচ্ছেদের পরে আমি ভাবলাম যে, কেন আন্তঃধর্মীয় বিবাহের ক্ষেত্রে বাচ্চারা সবসময়ই মুসলমান পরিচিতি পায়। মহিলারা কেন হিন্দু থাকতে পারেন না?’

আমির-কিরণের বিষয়টিকে ইস্যু বানিয়ে এই বলিউড অভিনেত্রী আরও লেখেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও এটি পরিবর্তন করা উচিত। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, এবং নাস্তিকরা যদি এক পরিবারে একসঙ্গে থাকতে পারে তবে মুসলমানরা কেন নয়? সর্বোপরি, মুসলমানকে বিয়ে করার জন্য কেন কাউকে ধর্ম পরিবর্তন করতে হবে?’

উল্লেখ্য, বলিউড বা ভারতবর্ষে আলোচিত-সমালোচিত কোনো ঘটনা ঘটলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে পড়েন কঙ্গনা। করতে থাকেন বিতর্কিত সব মন্তব্য। এর আগে রাজ্যের বিধানসভার নির্বাচন শেষে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তারও আগে বিতর্কিত কথা বলার কারণে তার টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা দেওয়া হয়।

আরআইজে/কেআই

Link copied