রাজকে নিয়ে ৯ বছরের ছেলে ভিয়ানের আবেগঘন পোস্ট

Dhaka Post Desk

বিশেষ প্রতিনিধি

০৪ আগস্ট ২০২১, ০১:৩৮ পিএম


রাজকে নিয়ে ৯ বছরের ছেলে ভিয়ানের আবেগঘন পোস্ট

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছেন। গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে আদালতের নির্দেশে তিনি রয়েছেন কারাগারে। এতদিন বিষয়টি নিয়ে একেবারেই চুপ ছিলেন শিল্পা। অবশেষে গতকাল (৩ আগস্ট) এ নিয়ে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন এই অভিনেত্রী।

পর্নকান্ডে জেলে যাওয়া বাবাকে নিয়ে এবার মুখ খুলল রাজ-শিল্পার ৯ বছর বয়সের ছেলে ভিয়ান রাজ কুন্দ্রা। বাবা রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর এই প্রথম ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করল সে। ছেলে ভিয়ান কুন্দ্রার নামের সঙ্গে মিল রেখেই নিজের সংস্থার নাম রেখেছিলেন রাজ।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে মা শিল্পা শেঠির সঙ্গে ছবি শেয়ার করে ছোট্ট ভিয়ান। মা শিল্পা শেঠির সঙ্গে তার ছবি দেখে ভালোবাসা জানাতে শুরু করেন শুভানুধ্যায়ীরা। ছেলেকে আদরে ভরিয়ে তুলতে দেখা গেছে শিল্পাকে। কখনও গালে চুমু আবার কখনও বা সস্নেহে ছেলেকে জড়িয়ে ধরেছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা, ‘এই সময়টাও কেটে যাবে’। সঙ্গে লাল হৃদয়ের মোজি জুড়ে দেওয়া।

এদিকে শিল্পা নিজের বিবৃতিতে জানিয়েছেন, ‘গত কয়েক দিন প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল। অনেক গুজব ও অভিযোগ উঠেছে। আমার ওপর মিডিয়াতে অনেক অযৌক্তিক আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয় যাদের শুভাকাঙ্ক্ষী মনে করতাম, তারাও আমায় আক্রমণ করতে ছাড়েননি। প্রচুর ট্রলিং, প্রশ্ন সামনে এসেছে, শুধু আমার কাছে নয়, আমার পরিবারের কাছেও। আমার অবস্থান নিয়ে আমি এখনও মন্তব্য করিনি এবং এই ক্ষেত্রে আমি কোনও মন্তব্য করবও না। কারণ এটি বিচারাধীন, তাই দয়া করে আমার পক্ষ থেকে মিথ্যা বক্তব্য হিসেবে কোনও মন্তব্য প্রকাশ করবেন না।’

আরআইজে

Link copied