বিয়ে নিয়ে যা বললেন শ্রুতি হাসান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২২ আগস্ট ২০২১, ১২:৩০ পিএম


বিয়ে নিয়ে যা বললেন শ্রুতি হাসান

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও শারিকা হাসান দম্পতির মেয়ে শ্রুতি হাসান। ২০০৪ সালে বাবা-মায়ের বিচ্ছেদের সময় শ্রুতি ছিলেন কিশোরী। তবে সময়ের পরিক্রমায় শ্রুতি এখন দক্ষিণ ভারত ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এছাড়া সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার।

৩৫ বছর বয়সী এই অভিনেত্রী ব্যক্তিগত কারণে প্রায়ই আলোচনায় আসেন। বিশেষ করে তার প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। ব্রিটিশ অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে ব্রেকআপের পর এই অভিনেত্রী আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে হাজির হন শ্রুতি। এক ভক্ত তার কাছে জানতে চায় বিয়ের পরিকল্পনা সম্পর্কে। জবাবে শ্রুতি বলেন, ‘সত্যি বলতে, মনে হয় না আমি বিয়ে করব। এটা ২০২১, বিশ্বে অনেক বড় বড় সমস্যা রয়েছে, সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও ২০০৭ সাল থেকে নায়িকা হয়ে পর্দা মাতিয়ে চলেছেন দক্ষিণের এই সুন্দরী। শ্রুতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলিউডপ্রেমীরাও। ২০০৯ সালে ‌‘লাক’ ছবি দিয়ে বি-টাউনে অভিষেক হয় তার। এ বছর শ্রুতি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো-‘ক্র্যাক’ ও ‘বাকীল সাব’। আগামী বছর ‘সালার’ সিনেমায় তাকে দেখা যাবে প্রভাসের বিপরীতে। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল।

আরআইজে

Link copied