বলিউড অভিনেত্রীর জামা ছিঁড়ে দিলো পুলিশ!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২১, ০১:২২ পিএম


বলিউড অভিনেত্রীর জামা ছিঁড়ে দিলো পুলিশ!

চার মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে মুম্বাই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন বলিউড অভিনেত্রী ও মডেল গহনা বশিষ্ঠ। তার অভিযোগ, পুলিশ সদস্যরা তার পোশাক ছিঁড়ে দিয়েছে। টাকার প্রলোভন দেখিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পর্ন সিনেমা বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই অভিনেত্রী।

শনিবার (২৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন গহনা। ছবিতে দেখা যাচ্ছে, তার পরিহিত হলুদ রঙের সালোয়ারের হাতার নিচের অংশ ছিঁড়ে গেছে। হাত তুলে সেই ছেঁড়া অংশের ছবি পোস্ট করেছেন তিনি।

ক্যাপশনে গহনা লিখেছেন, ‘পুলিশ আমার এই দুর্দশা করেছে। সব অ্যাকাউন্ট (ব্যাংক অ্যাকাউন্ট) বন্ধ করে দিয়েছে। টাকা নেই। বাড়ি ফিরতে পারছি না। ফিরলে পুলিশে গ্রেফতার করে নেবে। মোবাইল, ল্যাপটপ সব নিয়ে নিয়েছে।’

গহনার দাবি, যে নারীরা তার বিরুদ্ধে জোর করে পর্ন সিনেমায় অভিনয় করানোর অভিযোগ তুলেছেন, তাদের আসলে পুলিশই টাকা দিয়েছে। তার বিশ্বাস, খুব তাড়াতা়ড়়ি সব সত্যের ওপর থেকে পর্দা সরে যাবে। তার ফোন পুলিশের হেফাজতে না থাকলে, তিনি এত দিনে সব কথা ফাঁস করে দিতেন। ঠিক কী ফাঁস করতে চান গহনা, সে কথা অবশ্য স্পষ্ট হয়নি।

পুলিশের উদ্দেশ্যে গহনার প্রশ্ন, এখনও মন ভরেনি আপনাদের? আর কত মিথ্যে গল্প বানাবেন? আর কত অত্যাচার করবেন? অভিনেত্রী জানান, তিনি এখন যে বাড়িতে থাকেন, সেখানে আরও কয়েকজন অচেনা মানুষ আস্তানা গেড়েছেন। যারা প্রায় গোটা বাড়িটাই দখল করে নিয়েছেন।

গহনার বিরুদ্ধে অভিযোগ, তিনি সিনেমায় কাজ করতে আসা নতুন এবং পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের টাকার লোভ দেখাতেন। তাদের প্রতি পর্ন ভিডিওতে ১৫ থেকে ২০ হাজার করে টাকাও পারিশ্রমিক দিতেন। তারপর সেই ভিডিও বিভিন্ন নেট মাধ্যমে বিক্রি করে উপার্জন করতেন। গহনা যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে ৮৭টি অশ্লীল ভিডিও পাওয়া গেছে। ভিডিও দেখার জন্য যারা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাদের ২ হাজার টাকা করে দিতে হতো।

উল্লেখ্য, ২০১২-র ‘মিস এশিয়া বিকিনি’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন গহনা। তারপর মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। তার অভিনয়ে অভিষেক ছোটপর্দার মাধ্যমে। এরপর কিছু হিন্দি সিনেমায়ও দেখা গিয়েছে তাকে। হিন্দি সিনেমায় সেভাবে সফলতা না পেলেও ওয়েব সিরিজের অত্যন্ত পরিচিত মুখ তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরআইজে

Link copied