যে ভুলের কারণে অঝোরে কেঁদেছিলেন কৃতি শ্যানন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট ২০২১, ০৪:২৪ পিএম


যে ভুলের কারণে অঝোরে কেঁদেছিলেন কৃতি শ্যানন

কৃতি শ্যানন তখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। বলিউডের প্রথম সারির নায়িকা হওয়ার জন্য লড়াই করছেন। ভালো উচ্চতার সুবাদে মডেলিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। সময় কাটানোর জন্য সাত-পাঁচ না ভেবেই রাজি হয়ে যান কাজটি করতে। কিন্তু এই সিদ্ধান্তের জন্য পরে পস্তাতে হয় তাকে।

একদিন র‍্যাম্প ওয়াকের মহড়ার সময় ভুল করে ফেলেন কৃতি। কোরিওগ্রাফার যা শিখিয়েছিলেন, তা না করায় তিরস্কৃত হতে হয় তাকে।

এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘কোরিওগ্রাফার প্রায় ২০ জন মডেলের সামনে আমাকে বকেছিলেন। আর আমাকে কেউ বকলেই আমি কাঁদতে শুরু করে দিই।’ অনেক বছর আগেই সেই কথা এখনও স্পষ্ট মনে আছে কৃতির। বলেন, ‘সেদিন আমি ফেরার সময় অটোতে বসেই কাঁদতে শুরু করেছিলাম। বাড়ি গিয়েও মায়ের সামনে কেঁদেছিলাম।’

মেয়েকে ভেঙে পড়তে দেখে মা তাকে মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাসী হওয়ার উপদেশ দিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে মায়ের উপদেশ মেনেই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন কৃতি। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। র‍্যাম্প থেকে সোজা বড় পর্দায় নাম লেখান তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় তারকা।

সূত্র : আনন্দবাজার

আরআইজে

Link copied