বন্ধুর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রণবীর!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:২৩ পিএম


বন্ধুর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রণবীর!

বলিউডের বিতর্কের অন্যতম আঁতুড়ঘর ‘কফি উইথ করণ’। প্রযোজক-পরিচালক করণ জোহরের সামনে অতিথির আসনে বসে বিতর্ক থেকে নিজেকে দূরে রাখা তারকারাও অনেক সময় বেফাঁস মন্তব্য করে ফেলেন এই অনুষ্ঠানে।

ঠিক যেমন করেছিলেন রণবীর কাপুর। নেটমাধ্যম থেকে দূরে থাকা, স্বল্পভাষী এই তারকাও তার ব্যক্তি জীবনের একাধিক তথ্য ফাঁস করেছিলেন এই অনুষ্ঠানে এসে।

আগে করণের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর ও রণবীর সিং। তাদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব খেলেছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। এই খেলার জন্য তিনি সাহায্য নিয়েছিলেন অর্জুন কাপুরের।

করণের প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হলে অর্জুনের গালে চুমু খেতে হবে দুই রণবীরকে। এমনই ছিল খেলার নিয়ম। এর পরেই করণ প্রশ্ন করেন, ‘কখনও কোনও বন্ধুর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন?’ রণবীর সিং চুপ করে বসে থাকলেও রণবীর কাপুর চুমু খেয়েছিলেন অর্জুনকে। এর পরেই খানিক মজার ছলে অর্জুন প্রশ্ন করেন, ‘আমার প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওনি তো?’ অর্জুনের এই প্রশ্ন শুনে হাসি আটকাতে পারেননি দুই রণবীর এবং করণ।

সূত্র : আনন্দবাজার

Link copied