সালমানের চেয়েও জনপ্রিয় পবনদীপ-অরুণিতা!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪ পিএম


সালমানের চেয়েও জনপ্রিয় পবনদীপ-অরুণিতা!

অডিও শুনুন

শিরোনাম পড়ে খটকা লাগতেই পারে। কিন্তু এমনই বিস্ময়কর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। যেখানে সুপারস্টার সালমান খানের চেয়েও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ইন্ডিয়ান আইলজয়ী তরুণ পবনদীপ রাজন এবং একই আয়োজনের রানারআপ অরুণিতা কাঞ্জিলাল।

অরম্যাক্স মিডিয়া নামের এক সংস্থা আগস্ট মাসের সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশন তারকার তালিকা প্রকাশ করেছে। সেখানেই সালমানকে টপকে এগিয়ে রয়েছেন পবনদীপ-অরুণিতা। চলুন পুরো তালিকায় নজর বুলিয়ে নেওয়া যাক।

তালিকার শীর্ষে রয়েছেন নির্মাতা রোহিত শেঠি। তিনি বর্তমানে ‘খতরো কি খিলাড়ি’র সঞ্চালনায় আছেন। রিয়্যালিটি শো’টির অসামান্য জনপ্রিয়তার সুবাদেই প্রথম স্থানটি দখল করেছেন তিনি।

দ্বিতীয় নামটি ভারতের কমেডি কিং খ্যাত কপিল শর্মার। তিনি নিজের নামে ‘দ্য কপিল শর্মা শো’ পরিচালনা ও সঞ্চালনা করেন। তবে সম্প্রতি এর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। যার ফলে তিনি দ্বিতীয়তে জায়গা পেয়েছেন।

তালিকায় তৃতীয় স্থানেই আছেন ইন্ডিয়ান আইডলের এবারের চ্যাম্পিয়ন পবনদীপ রাজন। উত্তরাখণ্ডের এই যুবক তার গানের দক্ষতা দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। সেই সুবাদে জরিপেও উঠে এলেন প্রথম সারিতে। তার পরে চতুর্থ স্থানে রয়েছেন অরুণিতা। যিনি ইন্ডিয়ান আইডলে রানারআপ হয়েছেন।

বলিউড ভাইজানকে দেখা গেল পঞ্চম স্থানে। তবে সাল্লু ভক্তদের মন খারাপের কারণ নেই। কেননা শিগগিরই তিনি বিগ বস ১৫ নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দায়। এরপর তিনি উঠে যেতে পারেন একেবারে শীর্ষে। কেননা সালমান সঞ্চালিত এই রিয়্যালিটি শো’র জনপ্রিয়তা কেমন, তা কম-বেশি সকলেই জানেন।

কেআই

Link copied