মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন তারা?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৫ অক্টোবর ২০২১, ০৯:৪১ এএম


মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন তারা?

গত কয়েক বছরে বলিউডে যে কজন নবাগতের আগমন ঘটেছে এক চোখে তাদের মধ্যে আলাদা করা যায় প্রাণুতন বাহল ও অভিমন্যু দাসানিকে। 

বহুদিন ধরেই তারা নিজেদের ভালো বন্ধু বলে পরিচয় দিয়ে আসছেন। কিন্তু তাদের বন্ধুত্ব আগের চেয়ে আরও শক্ত হচ্ছে বলে এখন মনে হচ্ছে। কোনো কোনো মাধ্যমে এমন গুঞ্জনও রটেছে, তারা হয়তো এখন স্রেফ ভালো বন্ধুর চেয়ে আরেকটু এগিয়ে গেছে।  

Dhaka Post

প্রাণুতন বলিউড অভিনেতা মনিষ বাহলের মেয়ে আর অভিমন্যু হলো ভাগ্রশীর ছেলে। প্রাণুতনের বাবা ও অভিমন্যুর মা যেহেতু বলিউডে আগে একসঙ্গে কাজ করেছেন তাই তাদের একে অপরকে চেনাজানা আরও অনেক আগে থেকেই। 

তবে প্রাণুতন ও অভিমন্যুর মধ্যে যদি বিশেষ কোনো সম্পর্ক সত্যিই থেকে থাকে তবে তা তারা বেশ সফলতার সাথেই মানুষের চোখের আড়ালে রেখে আসছেন।    

মনে হচ্ছে বিটাউনের এ মৌসুমের লাভবার্ড এই প্রাণুতন আর অভিমন্যু। 

Dhaka Post

এনএফ

Link copied