মনের পর পুরস্কারও জিতল ‘দ্য রেপিস্ট’ 

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ অক্টোবর ২০২১, ০৮:৫১ এএম


মনের পর পুরস্কারও জিতল ‘দ্য রেপিস্ট’ 

এ মাসের শুরুর দিকে অপর্ণা সেন পরিচালিত দ্য রেপিস্ট ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা বিভাগে প্রিমিয়ার হয়। আর ওই প্রিমিয়ারে সমালোকদের মন জিতে নেওয়া সিনেমাটি উৎসবের সম্মানজনক ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’ও জিতে নিয়েছে এবার। 

পরিচালক হিসেবে অপর্ণা সেন যে সফল সেটা নিয়ে সন্দেহ করার অবকাশ নেই। মেয়ে কঙ্কনা সেন শর্মার সঙ্গে জুটি বেঁধে দারুণ কাজ করছেন তিনি। 

সবশেষ তারা একসাথে কাজ করলেন দ্য রেপিস্ট সিনেমাটিতে। এতে দেখা যাচ্ছে অর্জুন রামপালকেও। এ মাসের শুরুর দিকে বুসানে সিনেমাটির প্রিমিয়ার হয়। শুরু থেকেই সিনেমাটি নিয়ে ভালো রিভিউ আসছিল।  আর তার চেয়ে বড় কথা উৎসবে ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’জিতে নিয়েছে এই ভারতীয় সিনেমা। 

পুরস্কার জেতার পর একটি টুইট করে বুসানের বিচারক ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন কঙ্কনা। 

Dhaka Post

Dhaka Post

পুরস্কার জেতার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা অর্জুন রামপালও। উচ্ছাস প্রকাশ করে তিনি বলেন, এই দুসেরায় এর চেয়ে ভালো আর কোনো খবর হতে পারে না।

অর্জুন রামপাল বর্তমানে যেসব ফিল্ম বা শোতে কাজ করছেন তার মধ্যে রয়েছে- পেন্টহাউস, দ্য ব্যাটল অব ভিম কোরিগাঁ আর মিস্টেরি অব ট্যাটু। 

এনএফ

Link copied