মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন বিপাশা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ অক্টোবর ২০২১, ০৮:২০ এএম


মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন বিপাশা

বলিউড অভিনেত্রী বিপাশা বসু অভিনয়ের চেয়ে বরাবরই লাস্যময়ী আবেদনের জন্য ছেলেদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য।

dhakapost

দীর্ঘদিন তাকে কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তাতে কি! তাতে তার ব্র্যান্ড ভ্যালু বিন্দুমাত্র কমেছে বলে মনে হয় না। সোশ্যাল মিডিয়াতে তিনি সমানভাবে সক্রিয়।

dhakapost

তিনি ক্যারিয়ার এবং চরিত্র দুটিতে সমান পারদর্শী। বিপাশা সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানদের কাছে পার্সোনাল লাইফ সব সময় খুল্লামখুল্লা রাখতে পছন্দ করেন।

dhakapost

আপাতত মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। তিনি লাগাতার এ ট্রিপের ছবি ফ্যানদের সঙ্গে শেয়ার করে চলেছেন। সোশ্যাল সাইটে আর সেই সঙ্গে ব্যাপক ভাইরাল তার প্রতিটি ছবি।

dhakapost

স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে তিনি যে খোশমেজাজেই সময় কাটাচ্ছেন, তা তার ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তিনি নিজের কিছু লেটেস্ট ছবি শেয়ার করেছেন। যাতে তিনি সানসেটের সময় সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছেন।

dhakapost

পেশ করেছেন তার ফ্যাশন স্টেটমেন্ট। তার উজ্জ্বল ত্বক থেকে চুঁইয়ে পড়ছে পড়ন্ত বেলার আলো। তাকে দেখা গিয়েছে ব্লু এবং রেড প্রিন্টেড লম্বা গাউন জাতীয় একটি পোশাকে। যে ছবিটি শেয়ার করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, ‘উফ দ্য হ্যাপি ব্লুজ’। তার এ ছবির খুব প্রশংসা করেছেন ভক্তরা।

dhakapost

আরেকটি ছবিতে তাকে কলাপাতার মতো পোশাকে দেখা গেছে। সেটিও ফ্যানদের খুব পছন্দ হয়েছে বলে রিয়েকশনে বোঝা যাচ্ছে। বং বিউটি বিপাশা বসু এবং করন গ্রোভারের বিয়ের পাঁচ বছর হয়েছে। এ পাঁচ বছরে তারা দুজন-দুজনের সঙ্গে অত্যন্ত ভালো বন্ডিংয়ে রয়েছেন বলেই মনে করা হচ্ছে।

dhakapost

এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনোরকম মনোমালিন্য বা মতপার্থক্যের ছবি সামনে আসেনি। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে ২০১৫ সালে অ্যালোন নামে একটি সিনেমায় বিপাশা বসুকে শেষবার দেখা যায়। এরপর তিনি বিয়ে করেন এবং তারপর থেকে তাকে এখনও পর্যন্ত সিলভার স্ক্রিনে দেখা যায়নি।

সূত্র: আজতাক

এসএসএইচ

Link copied