জেলে মানসিকভাবে বিপর্যস্ত আরিয়ানের সঙ্গী কী?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ অক্টোবর ২০২১, ০৮:১৮ এএম


জেলে মানসিকভাবে বিপর্যস্ত আরিয়ানের সঙ্গী কী?

২১ দিন হয়ে গেল। এখনও বাড়ি ফিরতে পারেননি শাহরুখ পুত্র আরিয়ান খান। তার বর্তমান ঠিকানা মুম্বাইয়ের আর্থার রোড জেলের রুদ্ধদ্বার কক্ষই। বিলাসবহুল প্রাসাদের বাসিন্দা আরিয়ান কারাগারের জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। কারও সঙ্গে তেমন একটা কথাও বলছেন না। বই পড়েই সময় কাটাচ্ছেন তিনি। কারাগ্রন্থাগার থেকে দুটি বই ধার নিয়েছেন আরিয়ান— ‘গোল্ডেন লায়ন’ নামের একটি উপন্যাস এবং রাম-সীতা সংক্রান্ত গল্পের একটি বই।

কারা সূত্রে খবর, আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন আরিয়ান। তখনই তাকে বই পড়ে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়।

কারাগারের গ্রন্থাগারে বিভিন্ন ধর্মীয় এবং অনুপ্রেরণামূলক বই থাকে। এছাড়া হাজতবাসীরা আত্মীয়দের থেকে বই আনাতে পারেন। কিন্তু সেগুলো ওই নির্দিষ্ট দুটি বিষয়ের মধ্যে যেকোনো একটি হতে হবে।

এদিকে হাজতে কাউন্সিলিং চলছে আরিয়ানের। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রধান সমীর ওয়াংখেড়ের সঙ্গে কথা বলছেন তিনি। এনসিবি সূত্রে খবর, সমীরকে আরিয়ান কথা দিয়েছেন, তিনি যা করেছেন, তার পুনরাবৃত্তি আর কখনও হবে না। আরিয়ানের আশ্বাস, ভবিষ্যতে তিনি একজন সুনাগরিক হয়ে উঠবেন। অভিযুক্তদের গীতা, কোরআন, বাইবেলের মতো ধর্মীয় বইও দেওয়া হয় জেলে। সেসব বই পেয়েছেন আরিয়ানও। আগে জেলে বসেই বিজ্ঞানের বই চেয়েছিলেন আরিয়ান। তার দাবি মতো কয়েকটি বই এনেও দেওয়া হয়েছিল তাকে।

সূত্র: আনন্দবাজার

এসএসএইচ

Link copied