আরিয়ানকে দেখতে গিয়ে ১০ জনের মোবাইল চুরি!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩০ অক্টোবর ২০২১, ০৩:৪৯ পিএম


আরিয়ানকে দেখতে গিয়ে ১০ জনের মোবাইল চুরি!

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে ২৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাকে জামিন দেন আদালত। তবে জেল পর্যন্ত নির্দেশনা আসতে দেরি হওয়ায় শনিবার (৩০ অক্টোবর) সকালে মুক্তি পেয়েছেন তিনি।

আরিয়ানের জামিন হওয়ায় খুশির জোয়ার বইছে শাহরুখের পরিবারে। অন্যদিকে তার অগণিত ভক্তের মনেও আনন্দের কমতি নেই। তাই শাহরুখ ও আরিয়ানকে দেখার জন্য মুম্বাইয়ের আর্থার রোড জেল এলাকায় ভিড় জমিয়েছে হাজারো মানুষ। শাহরুখ যখন ছেলেকে নিয়ে জেল থেকে বাড়ির দিকে রওনা দেন, তখন তাদের গাড়িবহর ঘিরে ধরে উচ্ছ্বাসী জনতা।

এমন খুশির মুহূর্তেই ঘটলো বিপত্তি। ভিড়ের মধ্যে অন্তত ১০ জনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে বলে জানা যায়।

কেবল জেল গেটে নয়, শাহরুখের বাড়ি মান্নাত-এর সামনেও হাজারো ভক্তের ভিড় দেখা গেছে। প্রিয় তারকার ছেলের জামিনে তারা কতখানি খুশি, ভিড় দেখে তা সহজেই বোঝা যায়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। এরপর গত ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান।

এদিকে জামিন পেলেও আরিয়ান খানকে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। এগুলো হলো- যে ধরণের পার্টি থেকে গ্রেফতার হয়েছেন, এরকম পার্টি করতে পারবেন না। তার সঙ্গে আরও যারা অভিযুক্ত, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না। আদালতের নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না, এছাড়া প্রতি শুক্রবার দুপুর ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ের এনসিবি দফতরে হাজিরা দিতে হবে।

কেআই

Link copied