ক্যাটরিনার বিয়ের খবরে বিরক্ত সালমানের বাবা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর ২০২১, ০৯:৩৯ এএম


ক্যাটরিনার বিয়ের খবরে বিরক্ত সালমানের বাবা

বলিউডের এখন অন্যতম আলোচিত বিষয় হলো ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। বিয়ের প্রস্তুতি নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে এ দুজনের।  

এখন পর্যন্ত জানা যাচ্ছে ৭ ডিসেম্বর বিলাসবহুল একটি রিসোর্টে বিয়ে হচ্ছে তাদের। তবে বিয়ের খবর নিয়ে যতই গুঞ্জন ছড়াক না কেন, যাদের বিয়ে তারা কিন্তু কোনোভাবেই মুখ খুলছেন না বিষয়টি নিয়ে। কিন্তু তাদের ঘনিষ্ট বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বিয়ের সব খবর। 

ক্যাটরিনার সঙ্গে ভিকি কৌশলের বিয়ে হলেও বলিউডের আরেক সুপারস্টার সালমান খানকে নিয়ে একটা সময় প্রচুর গুঞ্জন ছড়িয়েছে। ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের প্রেম, বিচ্ছেদ, বিরহ বলিউডের খুবই আলোচিত বিষয়। 

সেই ক্যাটরিনার বিয়ে নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সালমান খানের বাবা সেলিম খান। সেলিম খানের কাছে জানতে চাওয়া হয় আপনি কি ক্যাটরিনা কাইফের বিয়ের বিষয়ে কিছু জানেন? জবাবে তিনি বলেন, কী বলবো, মিডিয়ার তো এ নিয়ে নিউজ করা ছাড়া আর কাজ নেই। পরিষ্কার বোঝা যায়, এ নিয়ে কথা বলতে আগ্রহ ছিল না তার। 

এর আগে খবর রটেছিল বলিউডের কয়েকজনকে বিয়ের দাওয়াত দেওয়া হয়েছে। তার মধ্যে আছেন সালমান খানও। 

বলিউডে প্রায় সময়ই নানা রকমের গুঞ্জন ছড়ায়। তবে পরে দেখা যায় এগুলো স্রেফ গুজবই। 

ভিকির বোন এ বিয়ের খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, এমন কোনো কিছুই হচ্ছে না। কিছু হলে আমরা জানাবো। 
এনএফ

Link copied