দুধ সাদা শাড়িতে ভিকির বাড়িতে ক্যাটরিনা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২১, ০৮:২৬ এএম


দুধ সাদা শাড়িতে ভিকির বাড়িতে ক্যাটরিনা

ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে একের পর এক খবর আসছেই। তারা এখন বলিউডে আলোচনার শীর্ষে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই গাঁটছড়া বাঁধছেন তারা। এর মধ্যেই রোববার রাতে পরিবারকে নিয়ে সেজে গুজে ভিকির বাড়িতে হাজির হয়েছেন ক্যাট। পরনে সাদা রাফেল শাড়ি, কপালে ছোট্ট টিপ, ভারী কানের দুলে এক কথায় অপরূপ সাজে হাজির হলেন বলি সুন্দরী। অন্য সময় এড়িয়ে চললেও বেশ কয়েকদিন ধরে মিডিয়ার সামনে হাসিমুখ পোজ দিতে, হাত নাড়তে দেখা যাচ্ছে ক্যাটকে। ভিকির বাড়ির নিচে ফটোশিকারীদের দেখে হাসিমুখে হাত নাড়লেন ক্যাটরিনা। ঠিক যেমনটা করেছিলেন ভিকি।

সম্প্রতি ক্যাটের বাড়িতে রাতে হাজির হন অভিনেতা। প্রথমে একটু সংকোচ করলেও আবার ফিরে এসে প্যাপদের উদ্দেশে অভিবাদন জানান। ঘনিষ্ঠ মহলের দাবি, শুক্রবারই আইনি মতে বিয়ে সেরেছেন বলিউডের লাভ বার্ডস। সন্ধ্যা গড়াতেই ক্যাটরিনা কাইফের বাড়িতে ভিকি কৌশলের দেখা মিলতেই জল্পনায় একরকম শিলমোহর পড়েছিল বলা যেতে পারে। যদিও কোনো জমকালো পোশাক নয়, বরং হবু বরের দেখা মিলল ক্যাজুয়াল নীল টিশার্ট, জিনস, মাথায় টুপি-মুখে মাস্ক পরা অবস্থায়। এভাবেই ভিকিকে প্রবেশ করতে দেখা গেল পাত্রীর বাড়িতে। কেউ কেউ আবার বলছেন ক্যাটের ফ্ল্যাটে রোববার সন্ধ্যায়ই শুধুমাত্র পরিবারের উপস্থিতিতে ‘চুপকে চুপকে’ বিয়ে সেরেছেন ভিকি ও ক্যাটরিনা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

সূত্রের খবর, ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্স ফোর্ট বারবারায় বসতে চলেছে ভিকি ও ক্যাটরিনার বিয়ের আসর। শোনা যাচ্ছে, ভিকির জন্য বুক করা হয়েছে মানসিংহ স্যুট আর হবু কনের জন্য বুক হয়েছে রানি রাজকুমারী স্যুট। এ দুটি স্যুটের প্রতিদিনের ট্যারিফ প্রায় ৭ লাখ টাকা ভারতীয় মুদ্রায়। হবেই না কেন বলিউডের অন্যতম সফল দুই অভিনেতার বিয়ে বলে কথা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

কানাঘুষা, ভিকি-ক্যাটের বিয়েতে প্রায় ১২০ জন অতিথি আসতে চলেছেন। হোটেল রিজেন্ট ভানযা মহলের ম্যানেজার জানিয়েছেন শাহরুখ খান নাকি বিয়েতে আসছেন এবং থাকবেন হোটেল ওবেরয়তে। তবে কিয়ারা আডবানীর নাম নেই গেস্ট লিস্টে এমনটাই জানা গেছে। জানা গেছে বিয়েতে ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর লেহেঙ্গাই পরবেন ক্যাট সুন্দরী। বিয়ের বাকি অনুষ্ঠানে পরার জন্যে এক্সক্লুসিভ ওয়ার্ড্রোব তৈরি করছেন ফ্যাশন ডিজাইনার আবু জানি, মনীশ মালহোত্রা ও ফাল্গুনী শেন পিককের মতো ডিজাইনাররা।

সূত্র: এই সময়

এসএসএইচ

Link copied