পানামা পেপারস মামলায় ঐশ্বরিয়াকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২১ ডিসেম্বর ২০২১, ০৮:৩০ এএম


পানামা পেপারস মামলায় ঐশ্বরিয়াকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

২০১৭ সালে পানামা পেপারস মামলায় সোমবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসে তলব করা হয় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ফেমা আইনে তলব করা হয় বচ্চন বধূ বিশ্বসুন্দরীকে।

সোমবার (২০ ডিসেম্বর) দিল্লির লোকনায়ক ভবনে ইডির অফিসে হাজির হন নায়িকা। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। কী কী প্রশ্নের সম্মুখীন হতে হলো নায়িকাকে?

পানামা পেপারস মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে। তাদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ীসহ সব বিশিষ্টজনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই শুল্ক দফতরের কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। পানামা পেপারস ফাঁস মামলায় বচ্চন পরিবারের নামও উঠে এসেছে। ইডি এ মামলায় অর্থপাচারের মামলাও নথিভুক্ত করেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এইচআইইউ বিষয়টি তদন্ত করছে।

অভিষেক বচ্চনও এ মামলায় জড়িয়েছেন। এক মাস আগে তাকেও ইডি অফিসে আসতে হয়েছিল। ইডি কর্মকর্তাদের কাছে কিছু নথিও হস্তান্তর করেছেন তিনি। ইডি সূত্রের খবর, খুব শিগগিরই অমিতাভ বচ্চনকেও এ মামলায় নোটিশ দেওয়া হবে।

২০১৬ সালে ব্রিটেনের পানামার একটি আইন সংস্থার সাড়ে ১১ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার নথি ফাঁস হয়েছিল। এতে সারা বিশ্বের বড় বড় নেতা, ব্যবসায়ী ও ব্যক্তিত্বদের নাম প্রকাশ করা হয়। ভারতের পাঁচশর বেশি মানুষের নাম গেছে। এতে বচ্চন পরিবারের নামও রয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনকে চারটি কোম্পানির পরিচালক করা হয়েছিল। এর মধ্যে তিনটি ছিল বাহামাসে, একটি ছিল ভার্জিন দ্বীপপুঞ্জে। ১৯৯৩-এ এগুলো গঠন করা হয়। এসব কোম্পানির মূলধন ছিল ৫ হাজার থেকে ৫০ হাজার ডলার। কিন্তু এসব কোম্পানি ওই জাহাজগুলোর ব্যবসা করে আসছে, যার মূল্য ছিল কোটি টাকা। ঐশ্বরিয়া রাইকে প্রথমে একটি কোম্পানির ডিরেক্টর করা হয়। পরে তাকে কোম্পানির শেয়ারহোল্ডার ঘোষণা করা হয়।

সূত্রের খবর, সোমবার ইডির বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঐশ্বরিয়াকে। প্রথমত তাকে জিজ্ঞেস করা হয়, কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ হলো নায়িকার? নায়িকার পাশাপাশি তার বাবা-মাও এ কোম্পানির সঙ্গে যুক্ত। তাই ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করা হয়, আপনার পরিবার কীভাবে যুক্ত হলো এ জালিয়াতির সঙ্গে? ২০০৫ সালের জুন মাসে কেন শেয়ারহোল্ডার হয়েছিলেন ঐশ্বরিয়া? গত ১৫ বছরের বিদেশি পেমেন্টের সব রেকর্ড এদিন ইডির হাতে তুলে দেন ‘বচ্চন বহু’। আগামী দিনে আবার তাকে তলব করা হবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ইডি।

এসএসএইচ

Link copied