মীরার দ্বিতীয় ভালোবাসা শাহিদ, তাহলে প্রথম কে?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি ২০২২, ০৮:৩২ এএম


মীরার দ্বিতীয় ভালোবাসা শাহিদ, তাহলে প্রথম কে?

অভিনেতা শাহিদ কাপুর এবং স্ত্রী মীরা রাজপুত দুজনই নিজেদের মতো করে মজা করতে ভালবাসেন। নিজেদের খুনসুটি প্রকাশ করতে সবসময়ই তারা বেছে নেন সোশ্যাল মিডিয়াকেই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শাহিদ। ভিডিওতে তার বক্তব্য, মীরার দ্বিতীয় প্রেম নাকি তিনি! তবে প্রথমজন কে?

সাদা কালো ওই ভিডিওতে দেখা যায়, দুজনের মধ্যে বিশাল দূরত্ব, তবে দূর থেকেই মীরার কপালে স্নেহ চুম্বন এঁকে দিচ্ছেন শাহিদ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যার দিকে মীরা হাঁ করে তাকিয়ে আছেন, সেই তার প্রথম প্রেম।’ এ কথায় বোঝা যাচ্ছে শাহিদের তীর মুঠোফোনের দিকে। তবে মীরার জীবনে দ্বিতীয় প্রেমিক হয়ে থাকতেও শাহিদের কোনো অসুবিধা নেই।

এ ঘটনা চোখ এড়ায়নি স্ত্রী মীরার। তার বক্তব্য, ‘একেবারেই নয় তার জীবনে এক এবং অনন্য ভালোবাসার মানুষ শুধুই শাহিদ।’

ওই পোস্টে মন্তব্য করেছেন শাহিদের ভাই ঈশান। ভাবির উদ্দেশে তিনি বলেন, ‘পিঠ সোজা করে বসো।’ সেখানে পাল্টা উত্তরে মীরা বলেন, ‘আরেহ! আমি ফোনে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখার চেষ্টা করছিলাম। একা ছেড়ে দাও আমাকে!’

শাহিদ, মীরা এবং ঈশানকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। নানা ধরনের উৎসবেও পরিবারের সবাই একসঙ্গেই উদযাপন করেন তারা। তবে আপাতত ‘জার্সি’ সিনেমা নিয়ে ব্যস্ত শাহিদ।

এমএইচএস

Link copied