এখন পরিচয় হলে অক্ষয়ের সঙ্গে কথাই বলতেন না টুইঙ্কেল!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারি ২০২২, ০৭:১১ পিএম


এখন পরিচয় হলে অক্ষয়ের সঙ্গে কথাই বলতেন না টুইঙ্কেল!

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। দীর্ঘ দুই দশক ধরে সংসার করছেন তারা। সোমবার (১৭ জানুয়ারি) ২১ বছরে পড়ল তাদের বিবাহজীবন। বিশেষ দিনটিতে দু’জনের একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন টুইঙ্কেল।

ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি আলাপচারিতা। যেটা অক্ষয় ও তার মধ্যে সম্পন্ন হয়েছে। আলাপের শুরুতে টুইঙ্কেল বলেন, ‘আমরা একে-অপরের থেকে কতটা আলাদা। তাই এখন যদি কোনো পার্টিতে তোমার সঙ্গে প্রথম আলাপ হতো, তাহলে কথাই বলতাম না।’

তবে অক্ষয় যেভাবে জবাব দিয়েছেন, তা নিয়ে হেসে খুন ভক্তরা। খিলাড়ি কুমার বলেছেন, ‘আমি তো অবশ্যই তোমার সঙ্গে কথা বলতাম।’ এরপরই টুইঙ্কলের সপাট মন্তব্য, ‘কেন কথা বলতে, সেটা ভেবে আমি মোটেই অবাক হচ্ছি না। তোমার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতে আমাকে?’

শেষ বাক্যে হাসির বন্যা বইয়ে দেন অক্ষয়। তিনি বলেন, ‘আমি বলতাম, ভাবিজি, দাদা কেমন আছেন? বাচ্চারা ভাল আছে তো? আচ্ছা নমস্কার।’

Dhaka Post

দাম্পত্যের ২১ বছরে এসেও অক্ষয়-টুইঙ্কেলের এমন খুনসুটি, ভালোবাসা মুগ্ধ করেছে ভক্তদের। নেটিজেনরা তাদের আলাপচারিতা পড়ে নানারকম মন্তব্য জানিয়েছে।

জানা গেছে, বর্তমানে অক্ষয় ও টুইঙ্কেল তাদের সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছেন রাজস্থানের রণথম্বোরে। সেখান থেকে ভিডিও পোস্ট করে পারিবারিক মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আক্কি।

উল্লেখ্য, ২০০১ সালের ১৭ জানুয়ারি বিয়ে করেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাদের দুই সন্তানের নাম আরভ কুমার ও নিতারা কুমার।

কেআই

Link copied