মুম্বাইতে বাংলো বাড়ি নওয়াজের, বাবার স্মৃতিতে নাম রাখলেন ‘নবাব’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারি ২০২২, ০৯:৩৩ এএম


মুম্বাইতে বাংলো বাড়ি নওয়াজের, বাবার স্মৃতিতে নাম রাখলেন ‘নবাব’

উত্তরপ্রদেশের মাটি থেকে মুম্বাইয়ের রাজপথ। এ পথেই হাজারো পরিশ্রম ও অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে শ্রেষ্ঠ অভিনেতাদের দলে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। আর এবার মুম্বাইয়ের অন্দরেই প্রাসাদ সমান বাড়ি বানিয়ে শিরোনামে নওয়াজ। 

বছর তিনের মধ্যেই স্বপ্ননগরীতে বানিয়েছেন নিজের স্বপ্নের আবাস। ঠিক যেন নিজের আদি বাড়ির অবিকল স্থাপত্য। ছোটবেলায় এমনই এক বাড়িতে সময় কাটিয়েছেন নওয়াজ। বাড়ির নাম রেখেছেন ‘নবাব’।

জানা গেছে, বাবার স্মৃতির উদ্দেশেই বাড়ির এই নামকরণ। বাড়ি সাজাতেও একেবারে কার্পণ্য করেননি নওয়াজউদ্দিন। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেই সাজিয়ে তুলেছেন।

মুম্বাইয়ের আলোয় থেকেও একেবারে সাদামাটা জীবনে বিশ্বাসী নওয়াজ। জানিয়েছিলেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের জাল-জালিয়াতি তার একেবারেই পছন্দ নয়। সাধারণভাবে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এমএইচএস

Link copied