মার্চেই বিয়ে করছেন রিচা চড্ডা ও আলি ফজল?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ এএম


মার্চেই বিয়ে করছেন রিচা চড্ডা ও আলি ফজল?

সিনেমা করতে গিয়েই তাদের আলাপ। তার ১০ বছর পর একই ছবির সিক্যুয়ালের শুটিং চলাকালেই বিয়ে করতে যাচ্ছেন রিচা চড্ডা ও আলি ফজল। বলিউডে আবারও বাজতে চলেছে বিয়ের সানাই।

রিচা-আলির পরিচয় ২০১২ সালে ‘ফুকরে’ ছবির সেটে। তারপর বন্ধুত্ব, তা গড়াল প্রেমে। সাত বছর পর ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি। ২০২০ সালেই তাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বদলে দিলো করোনা মহামারি। করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। সব ঠিক থাকলে তাই আগামী মার্চেই চার হাত এক করতে চলেছেন এ তারকা জুটি।

আপাতত হবু দম্পতির হাত ভর্তি কাজ। তারা একসঙ্গে অভিনয় করছেন ‘ফুকরে’র সিক্যুয়াল ছবি ‘ফুকরে ৩’-এ। তাছাড়া আলির হাতে রয়েছে হলিউডের ছবি ‘ডেথ অন দ্য নাইল’। রিচার ঝুলিতে রয়েছে তিগমাংশু ঢুলিয়ার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’। কিছু দিন হলো নিজেদের প্রযোজনা সংস্থাও খুলেছেন এ তারকা জুটি।

বলি পাড়ার খবর, মার্চে দিল্লিতে শুটিং চলবে ‘ফুকরে ৩’-র। সেখান থেকেই সাময়িক বিরতি নিয়ে মুম্বাইয়ে ফিরবেন রিচা ও আলি। তারপর সোজা বিয়ের মণ্ডপে। তারকা জুটি থেকে তারকা দম্পতি হয়ে ফের হাজির হবেন ছবির সেটে।

এসএসএইচ

Link copied