রণবীর-আলিয়ার বিয়ে রাজস্থানে!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪২ এএম


রণবীর-আলিয়ার বিয়ে রাজস্থানে!

করোনা অতিমারি বাধা হয়ে না দাঁড়ালে, এতদিনে তারা ‘যুগল’ থেকে ‘দম্পতি’র খেতাব পেয়ে যেতেন। কিন্তু ২০২০ সাল থেকে সেই যে ভাইরাসের কবলে পড়েছে এ পৃথিবী, দাঁড়ি টানার নামই নেই। তাই এরই মাঝে বিয়ে সেরে নিতে চাইছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রথমে শোনা গিয়েছিল, ২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু সেই তারিখ পিছিয়ে গেল ২০২২ সালের এপ্রিলে।

এ খবরের অপেক্ষায় ছিলেন কত মানুষ! রণবীর-আলিয়াকে সাতপাক ঘুরতে দেখার শখ তো অনেকেরই। তবে কত মানুষের মন ভাঙতে চলেছে সেই সঙ্গে। কেউ কেউ রণবীরকে ভালবাসেন। কেউ আবার আলিয়াকে। আজ সেই দুই মানুষ সংসার পাততে চলেছেন খুব তাড়াতাড়ি।

শোনা যাচ্ছে, রাজস্থানের রণথম্বোরে বিয়ে করবেন ‘রণলিয়া’। তাই জন্যই কি দুই বছরে দুবার জুটিতে রণথম্বোর-সফরে গিয়েছিলেন তারা? ভাট এবং কাপুর পরিবার ইতিমধ্যেই নাকি বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে।

যদিও শোনা গিয়েছিল, শহরেই বিয়ে করবেন দুই তারকা। ছোট করে অনুষ্ঠান হবে। কেবল বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন সেখানে। কিন্তু এখন অন্য কিছুই খবর রটল।

এসকেডি

Link copied