রণবীরের কোন স্বভাবে বিরক্ত দীপিকা?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৯ এএম


রণবীরের কোন স্বভাবে বিরক্ত দীপিকা?

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, বলিউডের অন্যতম সেরা দম্পতি। ২০১২ সালে সঞ্জয় লীলা বানশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে শুরু হয়েছিল তাদের প্রেমের গল্প। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।

স্বামী রণবীর সিংহের কোন অভ্যাসে সবচেয়ে বেশি বিরক্ত হন দীপিকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পর্দার মস্তানি। যদিও উত্তর দিতে খুব বেশি সময় নেননি তিনি।

দীপিকা বললেন, ‘আমাকে বিরক্ত করতে ওকে খুব বেশি কিছু করতে হয় না। ও খুব তাড়াতাড়ি খাবার খায়। ওর এই স্বভাবটা আমাকে খুব বিরক্ত করে। আমি দু’গ্রাস খেতে না খেতেই ওর খাওয়া শেষ হয়ে যায়। এছাড়া ও আমাকে খুব বেশি জ্বালায় না।’

রণবীর ও দীপিকার বিয়ের পর বছর চারেক কেটে গেছে। এখনও সেই প্রেম অমলিন। স্বামীর কোন স্বভাব দীপিকাকে এখনও মুগ্ধ করে? এমন প্রশ্নে তার উত্তর, ‘রণবীর খুবই সংবেদনশীল একজন মানুষ। ও সবার কথা ভাবতে পারে।’

এমএইচএস

Link copied