সামনে এল বিক্রান্তের গায়ে হলুদের ছবি 

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৩ এএম


সামনে এল বিক্রান্তের গায়ে হলুদের ছবি 

এই শুক্রবারই বিয়ে করেছেন অভিনেতা বিক্রান্ত মেসি ও অভিনেত্রী শীতল ঠাকুর। বিয়ের পরের দিনই একাধিক ছবি শেয়ার করেছিলেন বিক্রান্ত। তার মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ্যে এলেও দেখা গিয়েছিল না গায়ে হলুদের ছবি।    

এবার প্রকাশ্যে আনলেন গায়ে হলুদের ছবি। নবদম্পতির গায়ে হলুদের ছবি দেখে খুশি তার ভক্তরা। তাদের শুভেচ্ছায় সিক্ত করছেন সবাই।

গায়ে হলুদের অনুষ্ঠানে অভিনেত্রী শীতল পরেছিলেন হলুদ লেহেঙ্গা। ও অভিনেতার পরনে রয়েছে সাধারণ সাদা শেরওয়ানি। একে অপরকে হলুদ মাখানোর ছবি পোস্ট করেছেন বিক্রান্ত। 

Dhaka Post

প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারকা জুটি বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুর। শুক্রবার সমস্ত রীতি মেনে বিয়ে করেছেন তারা। 

এনএফ

Link copied