আবারও ভাবনার জন্য গাইলেন মমতাজ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ এপ্রিল ২০২২, ১১:৩২ এএম


আবারও ভাবনার জন্য গাইলেন মমতাজ

২০১৭ সালে মুক্তি পায় আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। সেই সিনেমায় ‘ফিরব না আর বাড়ি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ। অনিমেষ আইচ পরিচালিত সিনেমার গানটির জন্য বেশ প্রশংসাও পান গায়িকা-নায়িকা।

গত বছর মুক্তি পায় ভাবনার দ্বিতীয় সিনেমা নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুটি’। তবে সেখানে কোন গান ছিল না।

এবার ভাবনা অভিনয় করছেন নিজের তৃতীয় সিনেমা ‘দামপাড়া’য়। আর এই সিনেমার একমাত্র গানটিতেও কণ্ঠ দিলেন মমতাজ।

গতকাল (২৪ এপ্রিল) রাতে ইমন চৌধুরীর নিকেতনের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন আনন জামান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। প্রথম দুটি লাইন-‘নাই কোথাও তুমি নাই বুকের শূন্যতায়/মুনিয়ার ঝাঁক ছটফট ডানা ঝাপটায়’।

গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভাবনা। তার তাই তো গানটির রেকর্ডিংয়ে হাজির হন তিনি। রেকর্ডিং শেষে মমতাজকে জড়িয়ে ধরে হাসিমুখে ছবিও তোলেন। যা প্রকাশ করেন নিজের ফেসবুকে।

গানটির রেকর্ডিংয়ে মমতাজের সঙ্গে ভাবনা

ঢাকা পোস্টকে ভাবনা বলেন, ‘মমতাজ আপা আমার জন্য অনেক লাকি। আমার প্রথম সিনেমায় তার সুন্দর এবং শক্তিশালী গায়কীতে মুগ্ধ ছিলাম। আবারও তিনি আমার সিনেমায় গেয়েছেন। সিনেমার একমাত্র গান এটি। চমৎকার গায়কী দিয়েছেন তিনি। গানটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’

তিনি আরও যোগ করেন, ‘আমার চরিত্রের পয়েন্ট অব ভিউ থেকেই মমতাজ আপা গানটি গেয়েছেন। আমি চাই আমার সব সিনেমায় তার গান থাকুক।’

এই গান বাদে সিনেমাটির বাকি শুটিং শেষ। শিগগিরই গানটির শুটিং করা হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে সিনেমা হচ্ছে ‘দামপাড়া’। এতে শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন নায়ক ফেরদৌস আহমেদ, তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় আছেন আশনা হাবিব ভাবনা।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনায় শুদ্ধমান চৈতন। প্রযোজনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আরআইজে

Link copied